Municipal Elections 2022: নির্বাচন কমিশন ঘেরাও করল বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পুর ভোটের আগেই উত্তপ্ত রাজ্য। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অশান্তের মধ্যেই বিজেপির যুব মোর্চা ঘোরাও করল রাজ্য নির্বাচন কমিশন। পরিস্থিতি এমনই যে ঘটনাস্থলে যেতে হয়েছে…

BJP

পুর ভোটের আগেই উত্তপ্ত রাজ্য। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অশান্তের মধ্যেই বিজেপির যুব মোর্চা ঘোরাও করল রাজ্য নির্বাচন কমিশন। পরিস্থিতি এমনই যে ঘটনাস্থলে যেতে হয়েছে পুলিশকে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে তাদের। অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। আটক হয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালক। এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কর্মীর অভাবে অনেক জায়গাতেই প্রার্থী দিতে পারছে না বিজেপি। সে কারণেই কি এমন নাটকের সাহায্য নিচ্ছে পদ্ম শিবির?

পুর ভোটের আগে রাজ্যে শাসকদল সন্ত্রাস চালাচ্ছে এই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও অভিযান করে বিজেপি। তাদের অভিযোগ, কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সমস্যা তৈরি করছে শাসকদল, কোথাও আবার বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হচ্ছে শাসক দলের দুষ্কৃতীরা। পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এর প্রতিবাদে বিজেপির যুব মোর্চার মিছিল কমিশনের অফিস ঘেরাও করে বিজেপির কর্মীরা। অফিসের সামনেই ধুন্ধুমার হয়। বিজেপি কর্মীর আটকাতে ব্যারিকেড করে দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের।

অভিযোগ, কমিশনের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের জোর করে টেনে ভ্যানে তোলে পুলিশ। এর বিরোধিতা করে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন,হাত দেওয়ার আগে বা গ্রেফতার করার আগে কী কারণে গ্রেফতার করা হচ্ছে তা জানাক পুলিশ। তাঁরা হাইকোর্টের অর্ডার কমিশনকে জানাতে এসেছিলেন।