Purba Medinipur: CBI সমনে বিদ্ধ শেখ সুফিয়ান

শেখ সুফিয়ানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) য়ের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। বিধানসভা নির্বাচনে…

শেখ সুফিয়ানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) য়ের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন তিনি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় সুফিয়ানের মাথা কাজ করেছে বলে অভিযোগ তদন্তকারীদের। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, শেখ সুফিয়ান সহ ১৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের পর একটি ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই এফআইআর।

   

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ানকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সিবিআই যে সহজে তাঁকে ছেড়ে দেবে না সে মনোভাব আগেই স্পষ্ট হয়েছিল। সুপ্রিম কোর্টেও তদন্তকারীদের পক্ষ থেকে কাঠগড়ায় তোলা হয়েছিল সুফিয়ানকে। 

সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের ৫ মে তারিখে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফল ঘোষণার পরে আবেদনকারী আসামীরা যে অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল তা প্রত্যক্ষদর্শীরা চিহ্নিত করেছেন। তাদের অনুমান ধর্মের রঙ দেখা হয়েছে ভোটব্যাংকে। যে হিন্দু ভোটাররা তৃণমূলের বিরুদ্ধে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে রচিত হয়েছিল ষড়যন্ত্র।

সিবিআই-এর দাবি, রাজনৈতিক স্বার্থের কারণে নন্দীগ্রামে ইচ্ছা করে নন্দীগ্রামে অশান্তির সৃষ্টি করা হয়েছিল। এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। যা শেখ সুফিয়াকে জিজ্ঞাসাবাদ এবং অপরাধ প্রমাণের পক্ষে যথেষ্ট। সর্বপরি গ্রেফতারির নির্দেশ দিক আদালত।