বিধানসভা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাজ্যপালের

পুরভোটের দিন  বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেন রাজ্যপাল। টুইটারে একথা জানিয়েছেন তিনি। রাজ্যপালের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত সর্বজনবিদিত। ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে বাজেট…

পুরভোটের দিন  বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেন রাজ্যপাল। টুইটারে একথা জানিয়েছেন তিনি।

রাজ্যপালের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত সর্বজনবিদিত। ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে বাজেট অধিবেশনের সময় সরব হয়েছিল দলীয় নেতৃত্ব। তাঁকে সরানোর আবেদনও কেন্দ্রের কাছে করেছে তারা। এই পরিস্থিতিতে জগদীপ ধনখড়ের এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিন তিনি বিধানসভা না ভেঙে তা স্থগিত করে দেন। টুইটারে নিজের এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যপাল। লেখেন, ১২ ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হচ্ছে বিধানসভার অধিবেশন। সংবধানের ১৭৪ নম্বর ধারা মেনে এই কাজ করেছেন তিনি।

সংবিধানের ১৭৪ ধারা অনুযায়ী, রাজ্যপাল সময় মতো আইনসভার কোনও কক্ষের অধিবেশন ডাকতে পারেন। তবে একটি অধিবেশনে শেষ বৈঠক এবং পরবর্তী বৈঠকের মধ্যে পর ছয় মাস তিনি হস্তক্ষেপ করবেন না। গভর্নর কোনও কক্ষের অধিবেশন স্থগিত করতে পারেন বা বিধানসভা ভেঙে দিতে পারেন। সেই অধিকারেরই আজ প্রয়োগ করেছেন রাজ্যপাল। যদিও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। বিধানসভা অধিবেশন স্থগিত রাখার ঘটনা এর আগে কখনও ঘটেনি।