Building Collapse: নির্মীয়মান বাড়ি ধসে মর্মান্তিক মৃত্যু ৪ জনের

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল রাজধানী। জানা গিয়েছে, শুক্রবার দিল্লির বাওয়ানায় তিনতলা একটি বাড়ি ধসে পড়ে নয় বছরের এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। যদিও দু’জন মহিলা…

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল রাজধানী। জানা গিয়েছে, শুক্রবার দিল্লির বাওয়ানায় তিনতলা একটি বাড়ি ধসে পড়ে নয় বছরের এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। যদিও দু’জন মহিলা এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান।

পুলিশ জানিয়েছে, নিহতরা ভবনটির বাসিন্দা ছিলেন না, তবে বাড়ি ধসে যাওয়ার সময়ে তারা ওই এলাকায় ছিলেন। নিহত ৪ জনের নাম রুকাইয়া খাতুন (৫৫), আফরিনা (৯), শাহজাদ (২৫) ও দানিশ (২৪)। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রাজীব রতন আবাস প্রকল্পের অংশ ভবনটি খালি ছিল।

রাজীব রতন আবাস প্রকল্পের অংশ ছিল, যার অধীনে ৩০০ টিরও বেশি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে আগেই ফায়ার সার্ভিস এবং দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকেও সতর্ক করা হয়েছিল। উদ্ধারকার্যে নেমে পড়ে উদ্ধারকারীর দল। ধ্বংসস্তুপে আটকে পরেছিলেন ৫ ৬ জন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডিসিপি (আউটার নর্থ) ব্রজেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে চারজনই হাসপাতালে মারা গেছেন। তিনি বলেন, ‘যে দুজন বেঁচে গেছেন তারা হলেন ফাতেমা (২১) ও শাহনাজ (২৮)। নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে”।