কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েলে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) পাইপ লাইন বিভাগের non-executive কর্মী নিয়োগ। এটি সারা ভারত ব্যাপী শূণ্যপদ রয়েছে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত তথ্য:‐ পদের নাম: ১.…

Central government agency Indian Oil is hiring staff, apply today

ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) পাইপ লাইন বিভাগের non-executive কর্মী নিয়োগ। এটি সারা ভারত ব্যাপী শূণ্যপদ রয়েছে।
চলুন জেনে নেয়া যাক বিস্তারিত তথ্য:‐

পদের নাম: ১. ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- ১৮-২৬ বছরের মধ্যে। SC, ST শ্রেণিদের পাঁচ বছরের এবং OBC শ্রেণীর তিন বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন- ২৫,০০০‐১,০৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ৫৫ শতাংশ নম্বর সহযোগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

২. টেকনিক্যাল এটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস SCVT/NCVT স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করতে হবে।
বয়সসীমা- ১৮-২৬ বছরের মধ্যে। SC,ST শ্রেণিদের পাঁচ বছরের এবং OBC শ্রেণীর তিন বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন- ২৩,০০০-৭৮,০০০ টাকা
শূন্যপদ- ১৩৭ টি

আবেদন ফি‐ ১০০ টাকা। কিন্তু SC/ST/PWBD প্রাণীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া- লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন শুরু‐ ২৪/০১/২০২২
আবেদন শেষ- ১৮/০২/২০২২

আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য- মোবাইল নম্বর, ইমেইল আইডি, কেন করার জন্য ছবি ।
আবেদন প্রক্রিয়া- ইন্ডিয়ান কপোরেশন পাইপলাইন বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সহযোগে আবেদন করতে হবে