BJP: দ্বিতীয় দফার প্রার্থী তালিকার বৈঠকে যোগ দিতে আজই দিল্লি যাবেন সুকান্ত মজুমদার

সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। যদিও এখনও অবধি কোনও রকম চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। ২…

Bengal BJP chief Sukanta Majumder

সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে লোকসভা ভোট (Loksabha Vote 2024)। যদিও এখনও অবধি কোনও রকম চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। ২ মার্চ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তালিকায় ২০ জনের নাম ঘোষণা করা হয়। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আসানসোলের প্রার্থী ভোজপুরী অভিনেতা পবন সিং প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলে চরম অস্বস্তিতে পড়ে বিজেপি। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রস্তুতিতে জোর দিচ্ছে গেরুয়া শিবির। এই মর্মেই আজ সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার বাকি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার জন্যেই যাচ্ছেন রাজ্য সভাপতি।

জানা গিয়েচজে বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তৈরি করার জন্য তাঁকে ডাকা হয়েছে নয়াদিল্লিতে। রবিবার বালুরঘাট যাওয়ার কথা ছিল তাঁর। তবে সেই কর্মসূচি বাতিল করে সোমবার দুপুরে নয়াদিল্লি যাবেন তিনি। জানা যাচ্ছে, আজ রাতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক হবে। এছাড়া দ্বিতীয় দফার প্রার্থী তালিকার ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতামতও নেওয়া হবে।

বিজেপির প্রথম দফায় বাংলার ২০টি আসনে প্রার্থী তালিকায় তেমন কোনও চমক নেই বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় চমক রাখতে চান সুকান্ত মজুমদার বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার বিষয় নিয়েও কথা হবে বৈঠকে। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।