Tapas Roy: বিধায়ক পদ থেকে ইস্তফার জল্পনার মাঝেই সাতসকালে তাপসের বাড়িতে ব্রাত্য-কুণাল

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই জল্পনা বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের। জোর গুঞ্জন যে তাপস রায় বিধায়ক পদ ছাড়তে চলেছেন। শোনা যাচ্ছে যে মঙ্গলবারই…

TMC MLA Tapas Roy

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই জল্পনা বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের। জোর গুঞ্জন যে তাপস রায় বিধায়ক পদ ছাড়তে চলেছেন। শোনা যাচ্ছে যে মঙ্গলবারই নাকি বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এমনই জল্পনার মাঝে সোমবার সকালে তাপস রায়ের বাড়িতে যান তৃণমূল নেতা ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। তবে কি তাপসের মান ভাঙাতেই তাঁর বাড়িতে দুই তৃণমূল নেতা?

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী এবং দলের পুরনো সৈনিক তাপস রায়। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পর থেকে তিনি এই দলেই রয়েছেন। তবে বেশ কিছুদিন ধরে নানা রকম বিষয় নিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে তাপস রায়ের বলেই জানা গিয়েছে। উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে তাপসকে সরিয়ে দেওয়া হয়। এতে বাড়ে তাঁর অনুগামীদের মধ্যে হতাশা। এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায় ও তাঁর অনুগামীরা ক্ষোভ উগরে দেন।

এরই মাঝে জোর জল্পনা যে মঙ্গলবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে তাপস রায়ের। বৈঠক হতে পারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তবে বৈঠকের আগেই তাপসের ইস্তফা নিয়ে রাজনৈতিক জল্পনা চরমে উঠেছে। দলবদলের জোর জল্পনার মাঝেই দুই নেতার কি মান ভাঙানোর চেষ্টা, প্রশ্ন সকলের।

এই বিষয়ে সোমবার কুণাল ঘোষ বলেন, “ওনার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরের সম্পর্ক। আমি গল্প করি। উনি চা খাওয়ান। কোনওদিন লুচি খাই। আর তাপসদা আমাদের নেতা। আমি ওনাকে দাদার মতো দেখি। উনি আমায় ভাইয়ের মতো দেখেন।”