নিউজ ডেস্ক: বরানগরের টবিনরোড অঞ্চলে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল বাংলাপক্ষ। বাংলাদেশে সদ্য ঘটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল।
বাঙালির অধিকার নিয়ে লড়াই করা এই সংগঠনের প্রধান বক্তা গর্গ চট্টোপাধ্যায় বলছেন, “বাংলাদেশে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী সহ নানা জেলায় সংখ্যালঘু হিন্দু বাঙালিদের দুর্গাপুজোয় সাম্প্রদায়িক গুন্ডা আক্রমণকে ধিক্কার। বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত না করতে পারা বাংলাদেশ সরকারকে ধিক্কার! জামাত-এ-ইসলামি ও পাকিস্তান চেতনার বাহক সকল বাঙালি-বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করো”
বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, “ভারতের হিন্দি বলয় জুড়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে দুর্গাপুজোয় আক্রমণ ও খুনকে ধিক্কার ! পশ্চিমবঙ্গের ব্যারাকপুর এলাকায় বহিরাগত বিএসএফ জওয়ান দ্বারা দুর্গাপুজোয় গুলি চালানোকে ধিক্কার !
তাদের দাবি,” অমিত সেন,আব্বাস সিদ্দিকী, তরুণজ্যোতি তেওয়ারি সহ ধর্মীয় হিংসার সকল উস্কানীদাতাকে গ্রেফতার করতে হবে।” তাদের আরও দাবি “বাংলাদেশকে তিস্তার জল দিতে চাওয়া পশ্চিমবঙ্গ-বিরোধীদের ধিক্কার ! তিস্তা চুক্তি ধ্বংস করো !পশ্চিমবঙ্গের ১০০০০ একর জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া কেন্দ্রীয় সরকার ধিক্কার! ওই জমি ফেরত চাই!
বাংলাদেশে ২০১৪-র পর ধর্মীয় নির্যাতনের বলি হয়ে ভারতে আসা বাঙালিকে অবৈধ অনুপ্রবেশকারী বানানো সিএএ আইন বাতিল করো! বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে ভারতে আসা বাঙালিদর ডিটেনশন ক্যাম্পে ঢোকানো বন্ধ করো !”প্রশ্ন তুলেছে, কার স্বার্থে ভারত-বাংলাদেশ বর্ডার সম্পূর্ণ সিল করছেনা বিএসএফ, অমিত শা জবাব দাও !