Bangla Pokkho protest: বাঙালিকে কটাক্ষ করায় পথে নামছে বাংলাপক্ষ

দিল্লীতে বাঙালিকে “বাংলাদেশী” বলে আক্রমণের প্রতিবাদে শুক্রবার কলকাতার হাজরা মোড় থেকে বাংলা পক্ষ-এর (Bangla pokkho) তরফে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হাজরা থেকে শুরু…

bangla-pokkho-protest-in-kolkata

দিল্লীতে বাঙালিকে “বাংলাদেশী” বলে আক্রমণের প্রতিবাদে শুক্রবার কলকাতার হাজরা মোড় থেকে বাংলা পক্ষ-এর (Bangla pokkho) তরফে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হাজরা থেকে শুরু হয়ে এই মিছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর সামনে রানুছায়া মঞ্চে শেষ হবে। রানুছায়া মঞ্চে একটি প্রতিবাদী জমায়েত করা হবে বলে খবর।

বাংলাপক্ষর তরফ থেকে জানানো হয়েছে, ‘আদালতের নির্দেশ থাকা স্বত্বেও দিল্লীতে বাঙালিদের উপর বর্বর আক্রমণ চালানো হচ্ছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাঙালিদের সম্পত্তি। ধ্বংস করা হয়েছে দোকান, বাসস্থান, রুজিরুটির শেষ সম্বলটুকুও। ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে শুধুমাত্র বাঙালিদের উপর এই অত্যাচার সংগঠিত হয়েছে।

বাংলায় কথা বলার অপরাধে বাঙালিকে বাংলাদেশী হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। এই আক্রমণে বহু বাঙালি সর্বস্বান্ত হয়েছেন তাদের উপর নেমে এসেছে চরম দুরবস্থা। একই ভাবে এই আক্রমন বাঙালি জাতির কাছে চূড়ান্ত অপমানের। বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশী বলে।’

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বাংলা পক্ষ-এর তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।