Saradha Scam: শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে TMC

Saradha Scam: সারদা কর্তা সুদীপ্ত সেনের বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য। সুদীপ্ত সেনের দাবি, সিবিআই কর্তাকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন তাঁর কাছ থেকে নানা অছিলায় একাধিকবার…

Suvendu Adhikari

Saradha Scam: সারদা কর্তা সুদীপ্ত সেনের বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য। সুদীপ্ত সেনের দাবি, সিবিআই কর্তাকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন তাঁর কাছ থেকে নানা অছিলায় একাধিকবার টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী। এমনকি তাঁকে ব্ল্যাকমেল করা হতো বলেও অভিযোগ। এর পরেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ শাসকদল TMC সারদা কেলেঙ্কারির সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেসে। এখন তিনি বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা।

এদিকে সারদা কর্তা সুদীপ্ত সেনের মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, সোমবার রাজ্যের তিন প্রান্তে মিছিল করবে তৃণমূলের যুব নেতৃত্ব। দুপুর তিনটেয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন। এই মিছিলের নেতৃত্বে থাকবেন বিধায়ক বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য।

শুভেন্দু অধিকারীর এলাকা বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কাঁথিতে মিছিল করবে তৃণমূল। হলদিয়ার বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকবেন মন্ত্রী মানস ভুঁইঞা, বিধায়ক শিউলি সাহা, রাজীব বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে থাকবেন মন্ত্রী অখিল গিরি।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন তৃণমূলের ৮ সদস্য প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।থাকবেন কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং সায়নী ঘোষ, ফিরোজা বিবি-সহ অন্যরা। সেখানেই বিরোধী দল নেতাকে গ্রেফতারের দাবি জানানো হবে।

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না? বিজেপির দরজায় বাঁধা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে শুভেন্দু শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। শুভেন্দু সবটাই জানে এটা ঠিক। শুভেন্দু ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে।