রাজ্যেই তৈরি হবে বৈদ্যুতিক বাস, প্রস্তাব রাখল দক্ষিণ ভারতীয় সংস্থা

গোটা বিশ্বের মধ্যে এখনও পর্যন্ত ভারতে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। বর্তমানে গোটা দেশবাসীর মাথাতেই হাত। জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আনুষাঙ্গিক…

গোটা বিশ্বের মধ্যে এখনও পর্যন্ত ভারতে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। বর্তমানে গোটা দেশবাসীর মাথাতেই হাত। জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আনুষাঙ্গিক জিনিসগুলোর দামও ক্রমশই বেড়েছে। একই সঙ্গে বেড়েছে যাতায়াত খরচ। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজারে ক্রমশ আসছে বৈদ্যুতিক গাড়ি। আর তাতেই ঝোঁক বাড়াচ্ছে সাধারন মানুষ। একই সঙ্গে বৈদ্যুতিক বাসের (Electric Bus) দিকেও ঝোঁক বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারও। এবার জানা যাচ্ছে রাজ্যেই তৈরি হবে বৈদ্যুতিক বাস।

যাতে খরচ অনেক কম। যা সাধারণ মানুষের কষ্ট লাভ লাভ করবে। গতকাল রাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। আর সেখানেই একটি সংস্থা রাজের কাছে প্রস্তাব রেখেছে বৈদ্যুতিক বাস তৈরির। সেই প্রস্তাব ইতিমধ্যেই গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। আর এই ক্ষেত্রে বিনিয়োগ করা হবে ৩ হাজার কোটি টাকা।

   

জানা গিয়েছে, দক্ষিণ ভারতের একটি সংস্থা রাজ্যের কাছে এই প্রস্তাবটি রেখেছিল। সেখানে রাজ্যে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। এবং মুর্শিদাবাদে তৈরি হবে ইলেকট্রিক বাস। দক্ষিণ ভারতীয় এই সংস্থা চেয়েছিল নদীর ধারে কোনও একটি স্থানে তারা তাদের কারখানা গড়ে তুলবে। সে ক্ষেত্রে মুর্শিদাবাদকে তারা বেছে নিয়েছে রাজ্যে বৈদ্যুতিক বাস তৈরি করার জন্য।

রাজ্য সরকারের জমি কারখানা তৈরীর জন্য দেওয়া হচ্ছে দক্ষিণ ভারতীয় এই সংস্থাটিকে। ৬ থেকে ৭ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। গতকাল রাজ্যের পরিবহন দপ্তরের সঙ্গেই বিষয়ে কথা হওয়ার পর, আজ রাজ্য সরকারের সঙ্গে দক্ষিণ ভারতীয় এই সংস্থার মৌ স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে।