Baguiati: জোড়া খুনকাণ্ডে বাংলাপক্ষ-এর প্রতিবাদ

বাগুইআটিতে (Baguiati) অপহরণ করে জোড়া খুনের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার। এদিকে এই ঘটনা নিয়ে এবার সরব হল বাংলাপক্ষ। বৃহস্পতিবার শোকস্তব্ধ…

বাগুইআটিতে (Baguiati) অপহরণ করে জোড়া খুনের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার। এদিকে এই ঘটনা নিয়ে এবার সরব হল বাংলাপক্ষ। বৃহস্পতিবার শোকস্তব্ধ দুই পরিবারের সাথে দেখা করেন বাংলাপক্ষ’র প্রতিনিধি ডাঃ অরিন্দম বিশ্বাস, প্রীতি নন্দী, করবী নাগ, লীনা ও বর্ণালী মজুমদার।

 

   

বাংলাপক্ষ-এর অভিযোগ, বহিরাগত সত্যেন্দ্র চৌধুরী খুন করেছে দুই বাঙালি ছাত্র অভিষেক ও অতনুকে। এভাবেই বিহার-ইউপি-ঝাড়খণ্ড থেকে এসে বাঙালির ঘর ভাড়া নিচ্ছে ও ক্রাইম করছে। এই সত্যেন্দ্র চৌধুরী বাগুইআটিতে এসে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে, যার বিহারে আর একটা স্ত্রী আছে। এরকম সত্যেন্দ্র চৌধুরী বাংলায় লাখে লাখে ঢুকছে। এদিন বাংলাপক্ষ-এর তরফে দুই নাবালকের বাবা-মায়ের স্বাস্থ্য পরীক্ষাও করেন ডাঃ অরিন্দম বিশ্বাস।

বাংলাপক্ষ জানিয়েছে, ‘শুধু আজ নয়, আগামীতেও এই সন্তানহারা বাঙালি পরিবারের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাপক্ষ। দুই সন্তানহারা পরিবারকে সমবেদনা জানানোর ভাষা বাংলাপক্ষ’র নেই। কিন্তু, আগামীতে যাতে বহিরাগতদের জন্য বাঙালি মায়ের কোল খালি না হয় তার জন্য বাংলাপক্ষ লড়বে।’ এদিন পুলিশ প্রশাসনের কাছে বাংলাপক্ষ’র আবেদন, দ্রুত এই খুনি জন্তুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে বিহার-ইউপি-ঝাড়খণ্ড থেকে কেউ এসে এখানে সত্যেন্দ্র চৌধুরী তৈরি না হয়।

বাগুইআটিতে বাংলাপক্ষ

কৌশিক মাইতি বলেন, “বাঙালি অন্য রাজ্যে (মহারাষ্ট্র বা বিহার বা যেকোনো রাজ্য) কাজে গিয়ে সেখানকার স্থানীয় দুই ছাত্রকে অপহরণ করে খুন করে? কিন্তু বিহার-ইউপি-ঝাড়খণ্ড থেকে ক্রিমিনালরা রোজ বাংলায় ঢুকে ক্রাইম করছে। আজ দুই বাঙালি মায়ের কোল খালি করে দিল বহিরাগত জন্তু। বহিরাগত ক্রিমিনালদের যাতে বাংলায় বাড়বাড়ন্ত বন্ধ হয় সে ব্যবস্থা করবে বাংলাপক্ষ।”