মামা সুবীরেশ দিয়েছিল ভাগ্নেকে ‘বেআইনি চাকরি’, সিবিআই গুহায় হবে জেরা

নিয়োগ দুর্নীতি মামলায় মামা-ভাগ্নের কীর্তি! ফের বিপাকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। সিবিআইয়ের দাবি, নম্বর গরমিল করে নিজের ভাগ্নেকেও চাকরি দিয়েছিলেন…

Subiresh Bhattacharya

নিয়োগ দুর্নীতি মামলায় মামা-ভাগ্নের কীর্তি! ফের বিপাকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। সিবিআইয়ের দাবি, নম্বর গরমিল করে নিজের ভাগ্নেকেও চাকরি দিয়েছিলেন সুবীরেশ।নিজাম প্যালেসে সেই ভাগ্নেকে তলব করা হয়েছে। হবে জেরা।

স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসেই দুর্নীতির বীজ বপন হতো বলেও জানিয়েছে সিবিআই। এইভাবে ভাগ্নের চাকরি করে দেয় সুবীরেশ। দুর্নীতির হদিশ পেতে সুবীরেশের মুখোমুখি তাঁর ভাগ্নেকে বসিয়ে জেরা করা হবে।

সিবিআই সূত্রে খবর, ওএমআর শিটের প্রাপ্ত নম্বর, যেটা সার্ভারে আপলোড করা হয়েছে, সেখানেই গরমিল করা হয়েছে। নম্বরে গরমিল টাকার বিনিময়ে করা হত বলে অভিযোগ। সিবিআই সূত্রে খবর, এইভাবে চাকরি হয়েছিল সুবীরেশের ভাগ্নের।

গত সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়েছে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদের পর যে সমস্ত তথ্য উঠে এসেছে তা তদন্তের ক্ষেত্রে যথেষ্ট নয় বলে মনে করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রয়োজনে সুবীরেশকে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।