রাজ্য পুলিশের অফিসার পদের পরীক্ষায় বাংলায় করার দাবি বাংলাপক্ষের

পুলিসের SI এবং ASI নিয়োগের পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল বাংলাপক্ষ। বাংলার পুলিস কনস্টেবল নিয়োগের চাকরির পরীক্ষা শুধুমাত্র বাংলা…

পুলিসের SI এবং ASI নিয়োগের পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল বাংলাপক্ষ। বাংলার পুলিস কনস্টেবল নিয়োগের চাকরির পরীক্ষা শুধুমাত্র বাংলা ও নেপালী ভাষায় হওয়ায় বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ বাংলার সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। বাংলার ভূমিসন্তানদের স্বার্থে এই সিদ্ধান্ত ঐতিহাসিক।

যদিও বাংলাপক্ষের দাবি, পুলিসের SI এবং ASI নিয়োগের পরীক্ষা এখনও শুধুমাত্র বাংলা ও নেপালীতে হয় না। তাই বাংলার ভূমিসন্তানদের স্বার্থে, বাংলার মানুষের পরিষেবার স্বার্থে Sub-Inspector এবং Assistant Sub-Inspector নিয়োগের পরীক্ষাতেও কনস্টেবলের চাকরির পরীক্ষার মতো নিয়ম চালু করার দাবি জানানো হল বাংলাপক্ষের তরফে। তাঁদের দাবি, অন্যান্য সব রাজ্যের SI এবং ASI এর চাকরির পরীক্ষায় সেই রাজ্যের মূল সরকারি ভাষার পেপার বাধ্যতামূলক। তাহলে বাংলায় অন্যথা হবে কেন?

মুখ্যমন্ত্রীর কাছে বাংলা পক্ষর অনুরোধ, যেন কয়েকটি দাবি মানা হোক। সেগুলি হল, পুলিসের SI এবং ASI এর চাকরির পরীক্ষায় বসতে গেলে বাংলার কোনো স্কুল (যেকোনো মাধ্যম, যেকোনো বোর্ড) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পুলিস কনস্টেবল নিয়োগের মতো SI এবং ASI নিয়োগের পরীক্ষা শুধুমাত্র বাংলা ও নেপালী ভাষায় নিতে হবে। অথবা, চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ভাবে ১০০ নম্বরের বাংলা পেপার থাকতে হবে। অথবা, মাধ্যমিক/উচ্চমাধ্যমিকে বাধ্যতামূলক ভাবে একটা বিষয় হিসাবে বাংলা/নেপালী ভাষা থাকতেই হবে (যেমন Excise বিভাগে কন্সটেবল নিয়োগের পরীক্ষায় আছে)।