Loksabha election 2024:সন্দেশখালির বিজেপি প্রার্থী নিয়ে দ্বিতীয় নাটক

প্রথম নাটক আমরা গতকাল দেখেছি যে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে রেখা পাত্রকে। খবরে প্রকাশ এই প্রার্থী নির্বাচনে নাকি প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা ছিল। কিন্তু সোমবার সকাল…

প্রথম নাটক আমরা গতকাল দেখেছি যে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে রেখা পাত্রকে। খবরে প্রকাশ এই প্রার্থী নির্বাচনে নাকি প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা ছিল। কিন্তু সোমবার সকাল থেকেই শুরু হলো নাটকের দ্বিতীয় পর্ব। সন্দেশখালির ‘প্রতিবাদী’ রেখা পাত্রকে প্রার্থী করেছে দল। আর রেখা প্রার্থী হতেই সন্দেশখালিতে পোস্টার-প্রতিবাদ। সন্দেশখালির বাজার জুড়ে পোস্টার। তাতে কোথাও লেখা, ‘রেখা পাত্রকে প্রার্থী চাই না’, কোথাও লেখা, ‘বিজেপির প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না চাইব না’, আবার কোথাও পোস্টার, ‘সন্দেশখালি আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চাই না’। অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছে। যদিও পাল্টা বিজেপির দাবি, এটা তৃণমূলের কাজ। ব্যাস, জমে গেছে খেলা। সন্দেশখালিতে রেখা পাত্রর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা। তাঁকেই এবার বিজেপি বসিরহাট কেন্দ্রের মুখ করেছে।

এলাকার বহু মহিলার অভিযোগ রেখা কখনোই বিজেপি করে নি, বিজেপিতে যোগ দেয় নি। তাহলে তাকে প্রার্থী কেন? তাঁর প্রার্থীপদ নিয়ে সন্দেশখালিতেই অনেকে প্রশ্ন তুলছেন। বসিরহাটে আবার তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। একসময় যিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন। এখন হাড়োয়ার বিধায়ক তিনি। রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেন, দল প্রার্থী ঠিক করেছে। অন্যদিকে স্থানীয় বিজেপির একাংশের বক্তব্য, “এরা বিক্ষুব্ধ তৃণমূলের লোক। এ জন্য বিরোধিতা করছেন।”