বাঙালি হকারদের পুনর্বাসনের দাবিতে শহরের রাজপথে মিছিল বাংলা পক্ষের

কলকাতাঃ বহিরাগত হকার উচ্ছেদ ও বাঙালি হকারদের পুনর্বাসনের দাবিতে রবিবার কলকাতায় রাজপথে মিছিল করল বাংলা পক্ষ। সেই মিছিল থেকে বাংলার জমি, রাস্তা বহিরাগতদের হাত থেকে…

বাংলা পক্ষের মিছিল

কলকাতাঃ বহিরাগত হকার উচ্ছেদ ও বাঙালি হকারদের পুনর্বাসনের দাবিতে রবিবার কলকাতায় রাজপথে মিছিল করল বাংলা পক্ষ। সেই মিছিল থেকে বাংলার জমি, রাস্তা বহিরাগতদের হাত থেকে রক্ষা করতে হবে। এমনই দাবি তোলেন সংগঠনের নেতারা। কলকাতার হাজরা মোড় থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত এই মিছিল হয়। যার নেতৃত্বে ছিলেন সংগঠনের প্রধান নেতা গর্গ চট্টোপাধ্যায় ছাড়াও কৌশিক মাইতি স‌ংগঠনের শীর্ষ পরিষদ সদস‍্য মনোজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়। 

ফের রাজভবনে বিধানসভার চিঠি! পুরনো জটিলতার আর পুনরাবৃত্তি চাইছেন না স্পিকার

   

কলকাতার নেতৃত্ব ছাড়াও এই মিছিলে যোগ দেয় বিভিন্ন জেলা সংগঠনের নেতারাও। রাজ‍্যের বিভিন্ন প্রান্তের উচ্ছেদ হওয়া বাঙালি হকারদের অনেকেই অংশ নেন। স‌ংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় বলেন “বাংলার প্রশাসনের বহিরাগত আমলারা শাসকদলের হিন্দি-উর্দু নেতাদের সাথে একযোগে বাঙালি হকারদের জীবন ও জীবিকার উপর আঘাত করছে। এরা নিজেদের স্বার্থে মুখ‍্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেছে। বাংলা পক্ষ এটা মেনে নেবে না।” মিছিল থেকে দাবি ওঠে বাংলার জমি, রাস্তা, ফুটপাথ ভিনরাজ‍্যের বহিরাগতদের দখলমুক্ত করতে হবে।

পোর্টাল খুলে ১০০ জনকে নিয়ে আবারও শুভেন্দুর অভিযান! পদ্মবনের অধিকার বাঁচাতে রাজভবনই ভরসা?

গত জুন মাসে এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুর এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তারপরই সরকারি জমি, ফুটপাথ থেকে অবৈধ বহিরাগত দখলদার হঠাতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ ও পুর প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় পুলিশি অভিযান। বাংলা পক্ষের অভিযোগ এই পুলিশি অভিযানের মুখে পড়ে কাজ হারিয়েছেন অসংখ্য বাঙালি ব্যবসায়ী।

পুলিশ হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হুগলির যুবকের

এই বিষয়ে বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, অথচ শাসকদল ও প্রশাসনের একাংশ বিষয়টাকে নির্বিচারে হকার উচ্ছেদ হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং সেই উচ্ছেদ হচ্ছে মূলত বাঙালি হকারের এলাকায়। অথচ কলকাতার ধর্মতলা, বড়বাজার বা খিদিরপুরের মতো একাধিক জায়গায় অবাঙালি হকারেরা এখনও ফুটপাত দখল করে রমরমিয়ে ব্যবসা করে চলেছে। এই নিয়েই প্রতিবাদ জানাতে এই মিছিলের আয়োজন করা হয় বলে সংগঠনের তরফে জানানো হয়।