Adhir Ranjan Chowdhury: অধীরকে সমর্থন করলেন দাপুটে তৃণমূল বিধায়ক! খেলা ঘুরে গেল বহরমপুরে?

লোকসভা ভোটে (Lok Sabha Election) বহরমপুর কেন্দ্রে টিকিটের অন্যতম দাবিদার ছিলেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বও সেকথা ভালোভাবেই জানত। কিন্তু শেষ মুহূর্তে চমক দেয় জোড়াফুল শিবির।…

adhir-ranjan-chowdhury

লোকসভা ভোটে (Lok Sabha Election) বহরমপুর কেন্দ্রে টিকিটের অন্যতম দাবিদার ছিলেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বও সেকথা ভালোভাবেই জানত। কিন্তু শেষ মুহূর্তে চমক দেয় জোড়াফুল শিবির। ব্রিগেডের জনগর্জন সভা থেকে দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। এর পর থেকেই ক্ষুব্ধ ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অনেক কাঠখড় পুড়িয়ে তাঁর মান ভাঙায় তৃণমূল। সেই হুমায়ুনই এবার অধীরের (Adhir Ranjan Chowdhury) সমর্থনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।

বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে সম্প্রতি বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই ঘটনা নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন হুমায়ুন। তাঁর কথায়, অধীর চৌধুরীকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা, তাতে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেই। বিক্ষিপ্ত ভাবে এ সব করছেন অনেকে। এর ফলে সাধারণ মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তিই খারাপ হচ্ছে। একই সঙ্গে অধীর চৌধুরীকে এই সমস্ত বিক্ষোভের মুখে শান্ত থাকার পরামর্শও দেন দাপুটে তৃণমূল বিধায়ক।

শনিবার নওদা বিধানসভায় রোড শো করছিলেন অধীর চৌধুরী। সেই সময় অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তবে থেমে থাকেননি কংগ্রেসের নেতা-কর্মীরা। পাল্টা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ। তিনি বলেন, তৃণমূলের এই বিক্ষোভ অসভ্যতামি ও নোংরামি বহিঃপ্রকাশ। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এর আগেও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বহরমপুরের বিদায়ী সাংসদ। তৃণমূলের বিক্ষোভের জেরে মেজাজ হারাতেও দেখা যায় অধীরকে।

২০১১ সালে বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারানোর চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বহরমপুর থেকে সহজ জয় পান অধীর। তাই ২০২৪-এ অধীরকে হারাতে মরিয়া জোড়াফুল শিবির। এবার এই কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের (অনেকের মতে, নির্বাচনী সমঝোতা) প্রার্থী হয়েছেন বিদায়ী কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তৃণমূল টিকিট দিয়েছে প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠানকে। বিজেপির টিকিটে বহরমপুরে দাঁড়িয়েছেন ডাক্তার নির্মলচন্দ্র সাহা।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ৭ মে তৃতীয় দফায় বাংলার মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ  এবং জঙ্গিপুরে ভোট হওয়ার কথা রয়েছে। ১৩ মে চতুর্থ দফায় কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল এবং বহরমপুরে ভোট।