Bangladesh: পূজামণ্ডপে হামলা, গোষ্ঠী সংঘর্ষ রুখতে ‘গুলি’ চালাল বাংলাদেশ পুলিশ

নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের দুর্গাপূজা অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে উত্তপ্ত কুমিল্লা। বিবিসি জানাচ্ছে, কুমিল্লা শহরের একটি পূজামণ্ডপ থেকে অন্য এক ধর্মের গ্রন্থ মিলেছে। অভিযোগ, ধর্মীয়…

bangladesh police

নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের দুর্গাপূজা অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে উত্তপ্ত কুমিল্লা। বিবিসি জানাচ্ছে, কুমিল্লা শহরের একটি পূজামণ্ডপ থেকে অন্য এক ধর্মের গ্রন্থ মিলেছে। অভিযোগ, ধর্মীয় গ্রন্থের অবমাননা করা হয়েছে ওই পূজামণ্ডপে। বিবিসি জানাচ্ছে, ওই ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে বেশ কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়।

হামলা ছড়িয়ে পড়ার পর দ্রুত পুলিশ যায় কুমিল্লার নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপে। হামলা ও বিশৃঙ্খলা রুখতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন জখম হয়েছেন। কয়েকটি মণ্ডপ ভাঙচুর হয়েছে।

   

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।তবে সোশ্যাল সাইটে একের পর এক ধর্মীয় উস্কানিমূলক বার্তা ও ছবি প্রকাশ করতে থাকে বিভিন্ন গোষ্ঠী। তার জেরে আরও ছড়ায় হামলা।

কুমিল্লা শহর অগ্লিগর্ভ। দুপুরের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে দোকান বাজার। বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী টহল শুরু করেছে।