আমি কাউকে পাইয়ে দিয়েছি তাহলে সেটা বুলডোজার দিয়ে ভেঙে দিন: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবার ও আত্মীয়দের সম্পত্তির হিসেব চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে আরও একবার এবিষয়ে সরব হলেন…

Chief Minister Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবার ও আত্মীয়দের সম্পত্তির হিসেব চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে আরও একবার এবিষয়ে সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি যে এলাকায় থাকি সেটা রানী রাসমণির জায়গা। আমরা ঠিকা প্রজা। আমাদের কোনো জমি নেই। আমি মুখ্যসচিব, ভূমিরাজস্ব সচিবকে বলেছি তদন্ত করে দেখুক। যদি আমার বিরুদ্ধে যদি জমি দখল করার কোনও অভিযোগ দেখাতে পারেন। অথবা আমি আমি কাউকে পাইয়ে দিয়েছি। তাহলে সেটা বুলডোজার দিয়ে ভেঙে দিন।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের সঙ্গে একসঙ্গে থাকেন না বলেও দাবি করেন। শুধুমাত্র উৎসব ছাড়া দেখা হয় না বলেও জানিয়েছেন তিনি।

মামলা দায়ের নিয়ে আইনজীবীর তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য ছিল, কুণাল ঘোষ একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে। তারা বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনছে বলে অভিযোগ আইনজীবীর। এই মামলাতেই কার্তিক বন্দ্যোপাধ্যায় , বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায় সহ অন্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই মামলাতেও ইডি, সিবিআই এবং আইটিকে দিয়ে তদন্তের কথা জানিয়েছেন তিনি।

একইসঙ্গে এদিন বিরোধীদের কালীঘাট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এদিন তিনি বলেন, কয়লা পাচার, গরুপাচারের সব টাকা নাকি কালীঘাটে যাচ্ছে! কার কাছে যাচ্ছে, মা কালীর কাছে? নামটা বলুন না একটু! কার কাছে যাচ্ছে? কয়লা কার অধীনে? গরু কার অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। কেন্দ্র সাহায্য চাইলে করতে পারি। এর বাইরে দায়িত্ব নেই আমাদের