না ফেরার দেশে চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

না ফেরার দেশে চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। তিনি সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের বাড়িতে। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর…

Wasim Kapoor

না ফেরার দেশে চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। তিনি সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের বাড়িতে। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর কর্মভূমি। নিজের ছবির মাধ্যমে মানুষের গভীর আবেগের কথা ফুটিয়ে তুলতেন তিনি।

ওয়াসিম কাপুরের প্রয়াণে শোক বার্তায় সিপিআইএম রাজ্য সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন-“আবার বিয়োগ ব্যথা। প্রয়াত হলেন সংগ্রামীমেহনতী মানুষের বন্ধু অনন্য চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। এক অমায়িক নিরহংকারী মানুষ ওয়াসিম, ছিলেন বামপন্হী ভাবাদর্শে প্রাণিত মানুষ। পোট্রেট নির্মানে তিনি ছিলেন অনবদ্য। বিধানসভায় জননায়ক জ্যোতি বসুর চিত্র প্রতিকৃতি কম: ওয়াসিম কাপুরের এক অনবদ্য সৃষ্টি। তাঁর স্মৃতি অক্ষয় হোক।”

   

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৭১ বছরের শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

১৯৫১ সালে ওয়াসিম কাপুরের জন্ম লখনউতে। পড়াশোনা সারেন কলকাতায়। ইন্ডিয়ান কলে অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন ওয়াসিম কাপুর। পরে কলকাতাই হয়ে ওঠে তাঁর কর্মভূমি। তবে তাঁর জনপ্রিয়তা ছড়ায় দেশের বাইরে, বিদেশের মাটিতেও। রং, তুলির সাহায্যে সাদা ক্যানভাসে মানুষের মনের আবেগ ঢেলে দিতেন এই শিল্পী। যার জন্য বলা হত, তাঁর ছবি কথা বলে।

ছোটবেলায় ওয়াসিম কাপুরের জীবনে ঘটে যাওয়া এক দুর্ঘটনা পাল্টে দেয় তাঁর গোটা জীবন। মাত্র ছয় বছর বয়সে খাট থেকে পড়ে গিয়ে বড়মাপের চোট পান তিনি। যার ফলে, প্রায় ১৫ বছর বয়স অবধি, বিছানাতেই কেটে যায় তাঁর। হাসপাতাল ও বাড়ির নিয়মিত রুটিনের মাঝে বাবার কাছে তিনি আঁকার প্রশিক্ষণ নেওয়ার আবদার করেন। এরপর বিছানাতে শুয়েই অমর নন্দনের কাছে শুরু হয় তাঁর আঁকার প্রশিক্ষণ।

এরপর ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন ওয়াসিম কাপুর। সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবী প্রসাদ চৌধুরীর মতো কিংবদন্তি শিল্পীদের।

গতে বাঁধা জীবনে বিশ্বাসী ছিলেন না ওয়াসিম কাপুর। কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদে সোচ্চার হতেন। নানা সময়ে নাগরিক জীবনের নানা সমস্যা নিয়ে মুখর হয়েছেন। গোড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। কখনও নিজের বক্তব্যের মাধ্যমে, আবার কখনও নিজের রং, তুলির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।