Purba Bardhaman: বিশ্ব বাংলা উপড়ে CPIM ‘তাণ্ডব,’ TMC ‘শান্তি মিছিল’, বর্ধমান সরগরম

আইন অমান্য কর্মসূচি পালনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার সদর বর্ধমান (Bardhaman) শহরে সিপিআইএম (CPIM) কর্মী সমর্থকরা পুলিশের বাধা পেয়ে উপড়ে ফেলেছেন বিশ্ব বাংলা ভাস্কর্য।…

আইন অমান্য কর্মসূচি পালনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার সদর বর্ধমান (Bardhaman) শহরে সিপিআইএম (CPIM) কর্মী সমর্থকরা পুলিশের বাধা পেয়ে উপড়ে ফেলেছেন বিশ্ব বাংলা ভাস্কর্য। এই ঘটনা রাজ্যে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাম নেতাদের দাবি, বিপুল দুর্নীতির জেরে জনরোষের একটি মুহূর্ত দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ তাণ্ডব চালিয়েছে বাম সমর্থকরা।

পূর্ব বর্ধমানের সদর শহরে তৃণমূলের তরফে সবথেকে গুরুত্বপূর্ণ মোড় কার্জন গেট এলাকায় শান্তি মিছিল করে। এখানেই সম্প্রতি বসানো হয়েছিল বিশ্ব বাংলা ভাস্কর্য। ঐতিহাসিক কার্জন গেটের সামনে এই ভাস্কর্য বসানো নিয়ে বিতর্ক আছে। তবে পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেস। সেই ভাস্কর্য বুধবার উপড়ে ফেলে দেন বামপন্থী সমর্থকরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এই ঘটনার পর কার্জন গেট এলাকায় শান্তি মিছিলে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাম সমর্থকরা বিধায়কের কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর করে।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে বুধবার বর্ধমানে আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেলিমের অভিযোগ,মিছিল আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। মহম্মদ সেলিম তাঁর ভাষণে বলেন, সব চোরেদের ধরতে হবে। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে লাগামছাড়া দুর্নীতির তীব্র সমালোচনা করেন তিনি।

আইন অমান্যের নামে তাণ্ডব চালানোর অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলা সদর বর্ধমান শহরের সবথেকে গুরুত্বপূর্ণ কার্জনগেট এলাকায় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রথম দিকে সক্রিয় হলেও পরে রণে ভঙ্গ দেয়।

আইন অমান্য কর্মসূচি থেকে বাম সমর্থকরা বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্রে ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে রাজনৈতিক মহল সরগরম।

১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহিদ দিন উপলক্ষে বুধবার রাজ্য জুড়ে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল সিপিআইএম। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এদিন বিরাট বাম মিছিল বর্ধমান শহরের সর্বাধিক গুরুত্বপূর্ণ মোড় কার্জন গেট এলাকায় আইন অমান্য কর্মসূচির পালন করে।

সিপিআইএম সমর্থকরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের দিকে যান। মিছিল আটকাতে আগে থেকেই তৈরি ছিল জেলা প্রশাসন। পুলিশ ও মিছিলকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। কিছু বাম সমর্থক ইট ছুঁড়তে থাকেন। পুলিশ জলকামান ছোঁড়ে। কাঁদানে গ্যাস চার্জ করে। কার্জন গেট এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

দুটি দিক থেকে বর্ধমান শহরের মধ্যে প্রবেশ করে বামেদের আইন অমান্য মিছিল। বাম কর্মীদের আটকানোর জন্য ছিল ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা। কিন্তু মিছিল আটকানো সম্ভব হয়নি। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। এমনটাই অভিযোগ উঠেছে। যার জেরে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।  ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি গোটা বর্ধমান শহর জুড়ে। একাধিক সরকারি সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বাম কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুলিশের গাড়ির ওপর হামলা চলে বলেও অভিযোগ।