Aryan Khan: জেরার মুখে ভাঙলেন আরিয়ান খান, স্বীকার করলেন মাদকাসক্তির কথা

বায়োস্কোপ ডেস্ক: শনিবার রাতে মুম্বাইয়ের সুমুদ্র সৈকতে এক বিলাসবহুল ক্রুজ থেকে মাদক কাণ্ডে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)।…

Aryan Khan

বায়োস্কোপ ডেস্ক: শনিবার রাতে মুম্বাইয়ের সুমুদ্র সৈকতে এক বিলাসবহুল ক্রুজ থেকে মাদক কাণ্ডে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)। ছদ্মবেশে মাদক সরবরাহকারীর সুত্র ধরেই শনিবার ক্রুজে তল্লাশী চালায় এনসিবি।

কোর্টে হাজির করার পর একদিনের জেল হেফাজতে রাখা হয় তাকে। সোমবার মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ে যে দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত থেকেছেন আরিয়ান খান। এনসিবি কর্তিপক্ষের জেরার মুখে মুখ খুললেন স্টার কিডও। আরিয়ান স্বীকার করেছেন, দীর্ঘ ৪ বছর ধরে দুবাই ও ব্রিটেনে থাকাকালীন মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। প্রসঙ্গত, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও মাদদ্রব্য অর্ডার করার প্রমাণ পাওয়া যায়।

সূত্র মাধ্যমে এও জানা গেছে যে, এদিন এনসিবি কর্তৃপক্ষ শাহরুখ খানের সাথে কথা বলার অনুমতি দেয় আরিয়ানকে। টলিফোন মাধ্যমে দু মিনিট মতো তাদের কথা হয় বলে জানা গিয়েছে। টুস কাণ্ডে শাহরুখ খানের ছেলে ছাড়াও গ্রেপ্তার হয়েছে মুনমুন ধামেচা, মোহাক জয়সওয়াল, নূপুর সারিকা, ইজমিত সিংহ, আরবাজ মার্চেন্ট ও বিক্রান্ত চকার। ক্রুজ থেকে এনসিবি অধিকারীকরা ২১ গ্রাম চরস, ৫ গ্রাম এমডি, ২২ টি এসটিসি পিল এবং অন্যান্য নিষিদ্ধ মাদক। মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে শার্টের সেলাই বা জুতোর হিলের নীচ থেকে। মাদকদ্রব্য ছাড়াও পার্টি থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় লাখ টাকা নগদ।

শনিবার রাতেই গ্রেফতারির পর থেকে একের পর এক চমক দেখা যাচ্ছে মুম্বাই ক্রুজ কাণ্ডে। জেজে হাসপাতাল থেকে নারকটিকস ব্যুরোর নির্দেশ মতো মেডিকেল টেস্ট করা হয় আরিয়ান খানের। সূত্র মাধ্যমে জানা গিয়েছে প্রায় দুই সপ্তাহ নজরদারি করার পর এই তল্লাশি অভিযান চালানো হয়। বলিউডের অন্য কোন ক্ষেত্রের সাথে এই ঘটনার যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে এনসিবি কর্তৃপক্ষ।