বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার স্তব্ধ হয়ে গেল

অনলাইন ডেস্ক: সোমবার রাতে আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গেল ফেসবুক৷ একই সঙ্গে অচল হয়ে যায় ফেসবুকের অধীনে থাকা সমস্ত সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলি৷ ফলে রাত ৯টার…

facebook down

অনলাইন ডেস্ক: সোমবার রাতে আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গেল ফেসবুক৷ একই সঙ্গে অচল হয়ে যায় ফেসবুকের অধীনে থাকা সমস্ত সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলি৷ ফলে রাত ৯টার পর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম রীতিমতো অচল হয়ে যায়৷ নেটনাগরিকরা প্রথমে নিজেদের ইন্টারনেটের সমস্যা বলে মনে করলেও, পরে বুঝতে পারে জটিল সমস্যা হয়েছে ফেসবুকের সার্ভারে৷

এদিকে ফেসবুক অচল হতেই নেটনাগরিকরা ভিড় করতে থাকেন টুইটার, শেয়ারচ্যাটের মতো সোস্যাল সাইটে৷ সেখান থাকা তারা জানতে পারে ফেসবুকের অচল হয়েও পড়ার কথা৷ আর এর পরেই টুইটারে একাধিক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট হতে থাকে৷ রাত ১২ বেজে গেলেও, এখনও সচল হয়নি ফেসবুক সহ বাকি প্ল্যাটফর্মগুলি৷ স্বাভাবিকভাবেই তথ্য এবং মেসেজ আদানপ্রদান বন্ধ হয়ে পড়েছে৷ 

   

প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে অচল থাকলেও,  ফেসবুকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন কারণ  জানানো হয়নি৷ আবার নেট দুনিয়ায় ফিরতে তাদের কত সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়৷ সর্বশেষ খবরে জানা গিয়েছে, ফেসবুক তাঁদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে কতক্ষণে এই সমস্যা মিটবে তা এখনও স্পষ্ট নয়৷

https://twitter.com/Twitter/status/1445078208190291973?s=20

তবে ফেসবুকের এই অচল হয়ে পড়ায় টুইটারে রীতিমতো ট্রোল হয়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্ক৷ কেউ কেউ বলছেন, সাইবার অ্যাটাকের শিকার হয়েছে ফেসবুকের সার্ভার৷ আবার কেউ কেউ বলছেন, ফেসবুকের সার্ভার ক্রাশ করেছে৷ কেউ কেউ রীতিমতো খিল্লি করছে টুইটারে৷ তারা বলছেন, ফেসবুক ডিলিট হয়ে গিয়েছে৷