Ration Scam: মন্ত্রী জ্যোতিপ্রিয়র দাদার কাছে কী আছে? ইডি জানতে চায়

গত ২৭ অক্টোবর গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালত তাকে ইডি হেফাজত দিলেও আদালত কক্ষেই অসুস্থ হয়ে পড়েন বর্তমান বনমন্ত্রী। বর্তমানে তিনি এক…

গত ২৭ অক্টোবর গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালত তাকে ইডি হেফাজত দিলেও আদালত কক্ষেই অসুস্থ হয়ে পড়েন বর্তমান বনমন্ত্রী। বর্তমানে তিনি এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই শুরু হবে ইডি হেফাজত। এবার এরই মাঝে ইডি-র স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। সোমবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল। সেই মত নির্দিষ্ট সময়ে তিনি বিভিন্ন নথি-সহ ইডি দফতরে হাজিরা দেন।

সোমবার ইডি দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছান দেবপ্রিয় মল্লিক। সকাল ১০ টার কিছু আগেই পৌঁছে যান। সূত্র থেকে জানা গিয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে রেশন দুর্নীতি, সরকারি কর্মী না হয়েও PSC-র সদস্য হওয়া- সার্বিক বিষয়গুলি নিয়ে। গতকাল রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককেও তলব করা হয়েছিল। প্রিয়দর্শিনী বিভিন্ন নথি নিয়ে দফতরে হাজিরা দেন। তাঁকে বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবার করা হয়। এরপরের দিনই জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাকে তলব।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, আত্মীয় পরিজনদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের খতিয়ান, আর্থিক লেনদেন খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের মতন কি এক্ষেত্রেও ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে, তা ক্ষতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা।

ইডির কাছে তথ্য এসেছে যে রেশন বণ্টন দুর্নীতিতে কৌশলে সব ক্ষেত্রেই মন্ত্রী জ্যোতিপ্রিয় নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন। একাধিক কোম্পানির হদিশ মিললেও, কোনটারই ডিরেক্টর ছিলেন না জ্যোতিপ্রিয় নিজে। এর ফলেই এবার ঘনিষ্ঠদের ওপর নজর তদন্তকারীদের।জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও রয়েছে। ২০১২ সালে PSC-র সদস্য হন জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয়।

২০১৮ সালে WBCS পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। পরীক্ষায় নম্বর শূন্য থেকে বেড়ে হয় ১৬২। এই সময় জ্যোতিপ্রিয়র ভাই দেবপ্রিয় তখন PSC-র সদস্য। WBCS পরীক্ষায় দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করা হলেও হলেও তদন্ত হয়নি। কেন তদন্ত হলনা এবং সরকারি কর্মী না হয়েও কীভাবে PSC-তে সদস্য হন দেবপ্রিয়, প্রশ্ন উঠছে সর্বত্র।