রাজ্যে হিন্দি বাধ্যতামূলক নয়, প্রতিবাদে বাংলা পক্ষ করবে মহামিছিল

কেন্দ্র সরকার জবরদস্তি হিন্দি (Hindi language) চাপিয়ে দিতে চাইছে অ-হিন্দিভাষী অঞ্চলে। এটি এক ধরণের হিন্দি ক্রীতদাস বানানোর ষড়যন্ত্র। এমন অভিযোগ তুলে ‘বাংলা পক্ষ’ প্রতিবাদ মিছিলের…

কেন্দ্র সরকার জবরদস্তি হিন্দি (Hindi language) চাপিয়ে দিতে চাইছে অ-হিন্দিভাষী অঞ্চলে। এটি এক ধরণের হিন্দি ক্রীতদাস বানানোর ষড়যন্ত্র। এমন অভিযোগ তুলে ‘বাংলা পক্ষ’ প্রতিবাদ মিছিলের ডাক দিল। সংগঠনটির দাবি, পশ্চিমবঙ্গে (West Bengal) তথা বাংলাভাষী এলাকায় কোনভাবেই বাধ্যতামূলক সরকারি ভাষা হিসেবে হিন্দি মানা হবে না

এদিকে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদ শুরু হয়েছে দক্ষিণ ভারতে। সিপিআইএম নেতৃত্বে কেরলের এলডিএফ সরকারের দাবি, বিজেপির হিন্দি আগ্রাসন কেরলে ঠাঁই পাবে না। তেমনই ডিএমকে-কংগ্রেস-বাম-বাম জোটের তামিলনাডু সরকার প্রবল বিরোধিতায় সামিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন হিন্দি চাপিয়ে দিলে ভাষা যুদ্ধ শুরু হয়ে যাবে।

কেরল, তামিলনাডু সহ অন্যান্য অ-হিন্দিভাষী রাজ্যেও শুরু হয়েছে প্রতিবাদ। আর হিন্দি বলয়ের রাজ্যগুলি কেন্দ্র সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

পিটিআই জানাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সংসদীয় কমিটি দেশে কেন্দ্রীয় সরকারের কাজের ভাষা হিসাবে হিন্দি বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। এই কমিটি
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনাও হিন্দিতে করার কথা বলেছে। ইংরেজিকে সরকারি অফিসের কাজ ভাষা ও পঠন পাঠন থেকে বিদায় দিতে বলেছে এই কমিশন।

বাংলা পক্ষর অভিযোগ, কেন্দ্রের বিজেপি নেতৃত্বে চলা এনডিএ সরকার হিন্দি আগ্রাসন শুরু করতে মরিয়া। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া রুখে দেওয়া হবে।

বাংলা পক্ষ জানিয়েছে, আগামী ১২ই অক্টোবর বুধবার ঠিক কলকাতার রানুছায়া মঞ্চ থেকে হিন্দি ভাষা জবরদস্তি চাপিয়ে দেওয়ার বিরোধিতায় মিছিল হবে। সেই মিছিল শেষ হবে হাজরা মোড়ে। সেখানে হবে প্রতিবাদ সভা। বাংলা পক্ষ জানিয়েছে, ‘আমরা ভারতে হিন্দি ভাষীদের মতো সমান অধিকার চাই।’