India Post: পোস্টকার্ডে রবি ঠাকুরের সহজ পাঠ পৌঁছে দেবে ডাক বিভাগ

প্রতি বছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস (World Post Day) পালিত হয়। বিশ্ব ডাক দিবসের উদ্দেশ্য হল মানুষ এবং ব্যবসার দৈনন্দিন জীবনে পোস্টের ভূমিকার পাশাপাশি…

প্রতি বছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস (World Post Day) পালিত হয়। বিশ্ব ডাক দিবসের উদ্দেশ্য হল মানুষ এবং ব্যবসার দৈনন্দিন জীবনে পোস্টের ভূমিকার পাশাপাশি বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এর অবদান সম্পর্কে সচেতনতা আনা। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় যা ১৮৭৪ সালে সুইজারল্যান্ডে শুরু হয়েছিল। এই বছরের ২০২৩ সালের বিশ্ব ডাক দিবসের থিম হল “আস্থার জন্য একসাথে: একটি নিরাপদ এবং সংযুক্ত ভবিষ্যতের জন্য সহযোগিতা”।

পোস্টকার্ডের মাধ্য়মে মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ সহজ পাঠ ‘ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে জিপিও নানা উদ্যোগ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে দুর্গাপুজোর আগে কলকাতার একাধিক দ্রষ্টব্যস্থানে ছবি-সহ পরিচিতি প্রচারের ব্যবস্থা করা হল। কলকাতা অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন জানালেন বাংলা ও বাঙালির ঐতিহ্যকে গুরুত্ব দিতে ডাক বিভাগের এই উদ্যোগ। এদিক ডাক বিভাগের একাধিক আধিকারিককে তাদের কাজের জন্য পুরষ্কৃত করা হয়।

কলকাতা অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন সাংবাদিকদের জানান যে আগামী এক সপ্তাহ-জুড়ে বিশ্ব ডাক দিবস পালন হবে গোটা দেশে। এই উপলক্ষ্যে কলকাতা রিজিওনে ৪টে সেটের পোস্ট কার্ড রিলিজ করা হয়েছে। পোস্ট মাস্টার জেনারেল আরও জানান যে নতুন পোস্ট কার্ডগুলির থিম বা বিষয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সহজ পাঠ।’ তিনি জানান যে এই ছবিগুলি এখনকার ইয়ং জেনারেশন, যারা সহজ পাঠ পড়েছেন বা পড়েন, তাদেরকে আরও ছবির মতন সুন্দর ভিস্যুয়াল দেবে। সঞ্জীব রঞ্জন বলেন যে তারা এই পোস্ট কার্ড সংগ্রহ করতে পারবেন, এমনকী সেগুলি তাদের আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের পাঠাতে পারবেন।