TET: পর্ষদ সভাপতির বিপুল নিয়োগ ঘোষণায় বিশ্বাস নেই চাকরি প্রার্থীদের, জটিলতা তুঙ্গে

টেট (TET) চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতিতে (Tet Scam) অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC) সরকার। আরও অভিযোগ, এই সরকারের আমলে চাকরি পাওয়ার কোনও…

টেট (TET) চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতিতে (Tet Scam) অভিযুক্ত তৃণমূল কংগ্রেস (TMC) সরকার। আরও অভিযোগ, এই সরকারের আমলে চাকরি পাওয়ার কোনও আশা নেই। নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যুবক-যুবতীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তৃণমূল কংগ্রেস। এবার তদন্তের মাঝে এবার বিপুল নিয়োগের বার্তা দিয়ে বিপাকে রাজ্য সরকার। চাকরি প্রার্থীরা বলছেন, আগের নিয়োগ আগে দেওয়া হোক।

তাৎপর্যপূর্ণ, টেট দুর্নীতিতে জড়িয়ে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি ও তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। আর মঙ্গলবারেই পর্ষদের তরফে নিয়োগ ঘোষণা করেছে নতুন সভাপতি গৌতম পাল৷ তিনি জানিয়েছেন, যাঁরা ২০১৪ এবং ২০১৭ সালে টেট পাশ করেছেন, তাঁরা আবেদন করুন। তাঁদের এই বছরের মধ্যে নিয়োগ করার ব্যবস্থা হবে। আগামী ২ বছরের মধ্যে কোনও টেট পাশ করা প্রার্থী বসে থাকবেন না।

এই ঘোষণাতেই আপত্তি টেট চাকরি প্রার্থীদের। তাদের বক্তব্য, এর আগে দু’বার করে অনেকেই ইন্টারভিউ দিয়েছেন এখন নিয়োগ চান তারা। আবার আদালতের নির্দেশের পরেও অনেককে ছয় নম্বর করে দেওয়া হয়নি৷

চাকরি প্রার্থীদের বক্তব্য, দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। কখনও নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার কখনও সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন অনেকেই।

পর্ষদ সভাপতি বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ এবং ২০১৭ সালে পাশ করেছি বলে চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এক বার দুর্নীতি হয়েছে বলে আর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না, এমনটা যেন না হয়। গৌতম বাবুর সাফ বক্তব্য, কোনও সন্দেহ দেখা দিলে তদন্তের মুখোমুখি হতে রাজি তিনি।