চাকরি প্রার্থীদের মিষ্টি খাওয়ার জন্য টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও চাকরির দাবিতে রাস্তায় প্রতিবাদ করছেন চাকরি প্রার্থীরা। এরই মাঝে এবার নতুন বিষয় নিয়ে সরব হল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ। এক চিঠিতে…

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও চাকরির দাবিতে রাস্তায় প্রতিবাদ করছেন চাকরি প্রার্থীরা। এরই মাঝে এবার নতুন বিষয় নিয়ে সরব হল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ। এক চিঠিতে তাঁরা জানিয়েছেন, মিষ্টি খাওয়ার জন্য টাকা চাওয়া হচ্ছে। সেইসঙ্গে সেই মিষ্টি খাওয়ার খরচের পরিমাণ প্রায় দশ হাজার থেকে ১৫ হাজার টাকা করা হয়েছে।

এর ফলে চাকরি প্রার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। শুধুমাত্র চাকরি প্রার্থীদের কাছ থেকে নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্যেও টাকা নেওয়া হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জনসমক্ষে এটি নেতিবাচক বার্তাও গেছে । তাই অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।

   

এ বিষয়ে ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের তরফে জয়েন্ট কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।