বেলাগাম দিলীপ ঘোষ, বিব্রত বিজেপি করল সতর্ক

সিবিআইয়ের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষ। সেন্সর করার পরেও থামেনি দিলীপ ঘোষের মন্তব্য। সিবিআই সেটিং মন্তব্যে…

Dilip Ghosh addressing a political rally

সিবিআইয়ের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষ। সেন্সর করার পরেও থামেনি দিলীপ ঘোষের মন্তব্য। সিবিআই সেটিং মন্তব্যে অনড় থাকা শীর্ষ নেতাকে সতর্ক করা হয়েছে বলে খবর।

দিলীপ ঘোষের মন্তব্যের রিপোর্ট দিল্লির নেতৃত্বকে জমা দেন রাজ্য নেতৃত্ব। এর পরেই ফোন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি সতর্ক করলেন সতীর্থকে।

বিরোধী শিবিরের একাধিক নেতাদের ওপর সিবিআই ও ইডির অভিযান জারি রয়েছে। বারবার প্রশ্ন উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। বিজেপির তরফে বারবার বলা হয়েছে ইডি, সিবিআইয়ের স্বতন্ত্র ভাবেই কাজ করছে। কিন্তু দিলীপ ঘোষের মন্তব্য বাংলায় সিবিআই সেটিং করেছিল এমন মন্তব্য মোদী সরকারকে বিড়ম্বনার মুখে ফেলেছে। তাই ফের সতর্ক করলেন জেপি নাড্ডা।

সূত্রের খবর, দিলীপ ঘোষ ভবিষ্যত প্রকাশ্যে এমন কোনও মন্তব্য করতে পারবেন না যাতে দল অস্বস্তিতে পড়ে। এমনই বার্তা দিয়েছেন নাড্ডা।

রবিবার একটি সরকারি অনুষ্ঠান থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বনেন, গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।

দিলীপ ঘোষ আরও বলেন, আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু কোনও প্রভাব পড়ছিল না। ধরা পড়ছিল না। কারণ সর্ষের মধ্যে ভুত ছিল। জানার পর কিছু অফিয়ারদের পরিবর্তন করা হয়েছে। সবাই বিক্তি হয়। সবার একটা দাম থাকে। কেউ লক্ষে থাকে, কেউ কোটিতে। সেটা সরকার বুঝতে পেরেছে।

নিজের মন্তব্যতে অটুট থেকেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, বিচার না পেলে বলতে পারব না? কার সিবিআই দেখার দরকার নেই। পাবলিকের টাকায় চলছে আমাদের দেশের একটা সংস্থা। তাদের উপর আমার ভরসা আছে। যখন ভরসা থাকে না তখনই প্রশ্ন তুলি।