Mamata Banerjee: অভিষেক কবে গ্রেফতার জানালেন মমতা, কে করেছে সেই মেসেজ?

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন তাঁর ভাইপো তথা দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের গ্রেফতারির সমূহ সম্ভাবনা। তিনি ইঙ্গিত দিয়েছেন অভিষেককে গ্রেফতার করা হবে।…

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন তাঁর ভাইপো তথা দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের গ্রেফতারির সমূহ সম্ভাবনা। তিনি ইঙ্গিত দিয়েছেন অভিষেককে গ্রেফতার করা হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতার এই ইঙ্গিতপূর্ণ ভাষণের পর রাজনৈতিক মহল আলোড়িত। এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার? উঠছে প্রশ্ন। কারণ খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে এসেছে অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গ।

দলীয় ছাত্র সংগঠন টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃ়ণমূল নেত্রী বলেছেন, আমায় কালকে একজন মেসেজ দিচ্ছেন অভিষেককে গ্রেফতার করব নির্বাচনের আগে। মুখ্যমন্ত্রীর ভাষণের পরই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। নির্বাচন বলতে মমতা আসন্ন লোকসভার ভোটকেই বুঝি়য়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও কয়েকদিন পরেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে হবে উপনির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উপনির্বাচনে নয় লোকসভা ভোটের কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

   

মমতার ভাষণে উল্লেখ করা অভিষেককে গ্রে়ফতার করব মেসেজ পাঠানো ‘একজন’ ব্যক্তি কে? তীব্র কৌতুহল ছড়িয়েছে। তৃণমূল নেত্রী কার কথা বলছেন উঠছে প্রশ্ন। রাজ্যের কোনও নেতা? পূর্ব পরিচিত কোনও প্রভাবশালী কেন্দ্রীয় নেতা? নাকি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির কেউ? কে সেই ব্যক্তি যিনি খোদ মুখ্যমন্ত্রীকে মেসেজ পাঠিয়ে অভিষেকের গ্রেফতারির বিষয়ে বার্তা দিয়েছেন? রাজ্য জুড়ে ছড়িয়েছে প্রশ্ন।

নিয়োগ ও কয়লা দুর্নীতি সহ একাধিক দুর্নীতির তদন্ত ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় মুখ্যমন্ত্রী ও অভিষেককে জেলে পাঠানোর কটাক্ষ করেন। একদা মমতা ঘনিষ্ঠ ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে সামিল হয়েছেন। তাঁর তরফ থেকে বার্তা এসেছে কি? এই সম্ভাবনাও তীব্র আলোচিত।

দলীয় ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা তাঁর ভাইপোর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি অভিযান প্রসঙ্গে মমতা বলেন, ওর কম্পিউটারের সব তথ্য নিয়ে গিয়েছে। তারপর কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমরাও কম ওস্তাদ নই। আমরাও সব তথ্য বের করে নিয়েছি। এগুলো তোমরা ঢুকিয়েছ। এগুলো ওদের কম্পিউটারে ছিল না। এমনকী ডায়রি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যে সংস্থার নাম করেছেন তাতে অভিযান চালিয়েছে কেন্দ্র তদম্তকারীরা। নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর দেওয়া তথ্য ও তল্লাশির পরই অভিষেককে গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই সংস্থায় মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে তদন্তে উঠে এসেছে।