PSC: পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ

পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) করণিক পদে নিয়োগকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ। মামলা দায়ের হল স্যাটে। জানা গিয়েছে, ইতিমধ্যে জরুরী ভিত্তিতে পিএসসিকে নোটিশ পাঠানোর…

পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) করণিক পদে নিয়োগকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ। মামলা দায়ের হল স্যাটে। জানা গিয়েছে, ইতিমধ্যে জরুরী ভিত্তিতে পিএসসিকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে সাত হাজার কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেয় পিএসসি। এরপর পার্ট ১ ও পার্ট ২ দুটি ক্ষেত্রে নিয়োগের মিলিত পরীক্ষা উত্তীর্ণদের তালিকা প্রকাশ হয় ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর।

 

কিন্তু পরের দিনই সেই তালিকা পি এস সি তুলে নেয়, ওই তালিকা নিয়ে কিছু অভিযোগ জমা পরার কারণ দেখিয়ে। কিন্তু ‘বিশেষ তালিকা’ চিহ্নিত করে ৩০ সেপ্টেম্বর ফের নতুন তালিকা প্রকাশ করে কমিশন। কিন্তু সেই তালিকায় অসামঞ্জস্য রয়েছে বলে অভিযোগ ওঠে।
এদিকে এই নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষিতদের যতগুলি পদ আছে, সেই অনুযায়ী আলাদা টাইপ পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া ছিল আগেই। কিন্তু গত বছর ডিসেম্বরে ফের নতুন বিজ্ঞপ্তি দিয়ে ১:১ অনুপাতের বদলে, ১: ১.১৪ অনুপাতে প্রার্থীর পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

 

একবার নিয়োগ প্রক্রিয়া শুরুর পর এই ভাবে বারে বারে নিয়ম বদলের বিরোধিতা করে মামলা হয় ক্যাটে। পি এস সিকে হাতে হাতে নোটিশ দিয়ে ২৪ জানুয়ারি শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।