Ajanta Biswas: যাদবপুরে অজন্তা যুগ! তৃণমূলের প্রার্থী হতে পারেন অনিল কন্যা

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যেই মাঠে নেমেছে সব রাজনৈতিক দল। বাংলায় বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তালিকায় দেখা গেছে চমকও । এবার পালা…

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যেই মাঠে নেমেছে সব রাজনৈতিক দল। বাংলায় বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তালিকায় দেখা গেছে চমকও । এবার পালা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সূত্রের খবর বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা (Ajanta Biswas) কে যাদবপুরে থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী পদ ছেড়েছেন। তার কারণেই আসনটি ফাঁকা। তাই এই আসনে নতুন মুখকে প্রার্থী করতে চায় তৃণমূল (TMC) বলেই দলের অন্দরে গুঞ্জন।

অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বাংলার মুখ্য মন্ত্রীর সপক্ষে কলম ধরায় শোরগোল পড়ে যায় আলিমুদ্দিন। অজন্তা যুক্তিতে মমতায় রাজনীতির ইতিহাসে সেরা নারী। এই বিষয়টিকে ভালো চোখে নেয়নি বাম নেতারা। ফলতঃ সাসপেনশন জোট অজন্তার ভাগ্যে।

মাঝে শোনা যায়, গত লোকসভায় তৃণমূলের হাতছাড়া হওয়া রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অজন্তা কে। গত লোকসভায় বিজেপির জগন্নাথ সরকারের বিরুদ্ধে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন সর্গত তৃণমূল বিধায়ক সত্য বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। তবে হেরে যান রূপালী। সেবার বামেদের ভোট সুইং হয়ে বিজেপিতে যায়। সেই অঙ্কেই এবার সাধের রানাঘাট কেন্দ্র পুনুরুদ্ধার করতে অজন্তা কে প্রার্থী করার ভাবনা ছিল তৃণমূলে। তবে শেষ মুহূর্তে ‘ মতুয়া ‘ ডাক্তার বিজেপি বিধায়ক মুকুটমনি তৃণমূলে যোগ দেওয়ায় আখেরে লাভ হয় তৃণমূলের। রানাঘাট কেন্দ্রে বহু ভোটার মতুয়া। সেক্ষেত্রে মুকুটমনি কে প্রার্থী করাই বুদ্ধি মনের কাজ হবে বলেই মনে করছে তৃণমূলের একাংশ। পরে রইলো যাদবপুর। সেখান থেকে অজন্তা কে প্রার্থী করার ভাবনা তৃণমূলের।