HomeKolkata CityAzadi Ka Amrit Mahotsav: কাশ্মীর দীর্ঘ ১৪ বছর বাদে এয়ার শো করল...

Azadi Ka Amrit Mahotsav: কাশ্মীর দীর্ঘ ১৪ বছর বাদে এয়ার শো করল বায়ুসেনা

Published on

- Advertisement -

নিউজ ডেস্ক: ১৪ বছর পর কাশ্মীরে এয়ার শো (Air show) করল ভারতীয় বায়ুসেনা৷ রবিবার এই এয়ার শো হয় শ্রীনগর এয়ার ফোর্স স্টেশনে৷ এই এয়ার শোয়ে বিভিন্ন যুদ্ধ বিমান ছাড়াও চিনুক হেলিকপ্টার তার বিস্ময়কর কীর্তি দেখিয়েছে৷ বায়ুসেনার কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সরকারের ‘আজাদী কা অমৃত মহোৎসবের’ অংশ হিসেবে এই অনুষ্ঠানের অংশ ছিল।

বায়ুসেনার এক কর্মকর্তা জানান, এদিনের এয়ার শো’য়ে বিমান বাহিনীর আকাশগঙ্গা স্কাই ডাইভিং এবং সূর্য কিরণ এরোব্যাটিক ডিসপ্লে টিম এতে অংশ নেয়। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কাশ্মীর উপত্যকার যুবকদের সচেতন করা৷ তাদের বিমান বাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করা এবং এই অঞ্চলের পর্যটনকে উৎসাহিত করা।

Azadi Ka Amrit Mahotsav

শ্রীনগরের ডাল লেকের কাছে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) উপত্যকা জুড়ে শত শত শিশু এবং স্কুলের মানুষ এই অনুষ্ঠান দেখেছে। এর উদ্বোধন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আইএএফ -এর প্রাচীনতম যুদ্ধবিমান ‘মিগ ২১’ বিখ্যাত ডাল লেকের ওপর দিয়ে উড়ে যায়৷

চারটি মিগ -২১ যুদ্ধবিমান মঞ্চের দিকে আকাশ থেকে সালাম করলে দর্শকরা করতালি দেয়। এর পরে আকাশগঙ্গা স্কাই ডাইভিং দল বিস্ময়কর কীর্তি সম্পাদন করে এবং পাইলটরা প্লেন থেকে ঝাঁপ দেয়। স্কোয়াড্রন লিডার আফতাব খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল মাটিতে রোমাঞ্চকর কীর্তি প্রদর্শন করে

Chinook

দলের সদস্যরা তাদের প্যারাসুট খুলে বিভিন্ন কসরত দেখান৷ ভারতের জাতীয় পতাকা, বিমান বাহিনীর পতাকা এবং আকাশগঙ্গা পতাকা আকাশে দোলানো শুরু করে। দলটি আকাশে তিন সদস্যের তেরঙা রচনাও করেছে। এর পর তিনটি সুখোই Su-30 MKI বিমান আকাশে পৌঁছে। ডাল লেকের উপরে তার কীর্তি এবং ‘ত্রিশুর’ রচনা দেখে মানুষ হতবাক হয়ে যায়৷ এর পরে, সূর্যকিরণ এরোব্যাটিক ডিসপ্লে টিম আকাশে তার উপস্থাপনা দেখায়। এ ছাড়া বোয়িং চিনুক সিএইচ-৪৭ হেলিকপ্টারও কর্মসূচিতে তার কৃতিত্ব দেখিয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ