যত সময় এগোচ্ছে ততই আরজি কর কাণ্ডে একের পর এক হাড়হিম করা তথ্য প্রকাশ্য উঠে আসছে। এদিকে এই সকল তথ্য শুনে যে কারোর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। বর্তমানে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকদের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে সমগ্র বাংলা তথা দেশ। কিন্তু এরই মাঝে আচমকা রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ( Police Resuffled) ঘটল।
তিলোত্তমা, নির্ভয়া, বিজয়াকে সুবিচার পাইয়ে দিতে দেশজুড়ে মানুষের সুনামির সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। দফায় দফায় চলছে জেলা থেকে শুরু করেছে তদন্ত। এই ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই অন্যদিকে সুপ্রিম কোর্ট আরজি কর-এর ঘটনায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশিকা জারি করেছে। এসবের মধ্যেই রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ঘটে গেল। রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যান্টি কোরাপশপন ব্রাঞ্চে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে IPS জাভেদ শামিমকে।
বর্তমানে জাভেদ শামিম এডিজি আইবি পদের পাশাপাশি রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর সিকিউরিটি পদেও রয়েছেন। তবে এবার ACB বিভাগের অতিরিক্তি দায়িত্ব পাচ্ছেন তিনি। অতীতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং আইনশৃঙ্খলার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। অন্যদিকে অ্যান্টি কোরাপশপন ব্রাঞ্চে অতিরিক্ত দায়িত্বে ছিলেন IPS ড. আর রাজাশেখরন। তবে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল জাভেদ শামিমকে।
এর পাশাপাশি রাজ্যপালের এডিসি পদ থেকে সরানো হল আইপিএস মনীশ যোশীকে। হ্যাঁ ঠিকই ধুনেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এডিসি পদ দেওয়া হল WBPS শান্তি দাসকে। তিনি ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিভিশনের অতিরিক্ত ডিসি হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস মনীশ যোশী।
চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় প্রতিবাদে সরব হয়েছেন। ইতিমধ্যে আন্দোলনকারীরা প্রস্তুত করতে শুরু করেছেন যে, ‘আর কতদিন আন্দোলন করবো?’