এখন যাব না…ইডি পেল অভিষেকের চিঠি

ইডি দফতরে হাজিরা এড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা এড়িয়ে ইডিকে দিলেন ১৫ পাতার চিঠি। চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে দলীয় কর্মসূচি নিয়ে কলকাতার…

ইডি দফতরে হাজিরা এড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা এড়িয়ে ইডিকে দিলেন ১৫ পাতার চিঠি। চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে দলীয় কর্মসূচি নিয়ে কলকাতার বাইরে রয়েছেন তিনি।

এছাড়াও চিঠিতে অভিষেক জানিয়েছেন যে ইডি যে গত কয়েক বছরের নথি চেয়েছে সেই তথ্য সংগ্রহ করতে সময় লাগবে। তবে আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে তিনি এই হাজিরা দেবেন না।

যখন ডাকবেন তখনই আমাকে যেতে হবে, তা নয়। এমনই প্রশ্ন ছুঁড়ে দেন তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, মঙ্গলবার ইডি জেরায় হাজিরা দেওয়ার সম্ভাবনা নেই।

নিয়োগ দুর্নীতির মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। তিনি বলেন, পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পর আপনারা যখন ডাকবেন, তখনই যাব। শুক্রবার কয়লা কেলেঙ্কারির মামলায় ইডি জেরা করেছে অভিষেকের স্ত্রী রুজিরাকে। তার পরেই অভিষেককে জেরা করার নোটিশ দেয় ইডি।