চোরাগোপ্তা টিম নিয়ে ভাঙড়ে মুখোমুখি তৃণমূল-আইএসএফ, ফুরফুরা রাজনীতি গরম

সন্দেহ চোখে এদিক ওদিক তাকনো। চাপা গলা শোনা যাচ্ছে-‘ঢুকলেই কাটব’। পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন জমা ঘিরে যুযুধান তৃণমূল ও আইএসএফ সমর্থকরা পরস্পরকে কাটতে তৈরি!…

সন্দেহ চোখে এদিক ওদিক তাকনো। চাপা গলা শোনা যাচ্ছে-‘ঢুকলেই কাটব’। পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন জমা ঘিরে যুযুধান তৃণমূল ও আইএসএফ সমর্থকরা পরস্পরকে কাটতে তৈরি!

সকাল থেকে বোমাবাজির পর দুপক্ষ একে অন্যের উপর ধারালো দা, ভোজালি নিয়ে ঝাঁপিয়ে পড়তে মরিয়া। দক্ষিণ২৪ পরগনার ভাঙড়ে (bhangar) প্রত্যাশিতভাবেই সংঘর্ষের ছবি দেখা যাচ্ছে।

   

গত বিধানসভা ভোটে বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যৌথ মঞ্চ সংযুক্ত মোর্চা জয়ী হয় ভাঙড় থেকে। বিধায়ক নওশাদ সিদ্দিকি বনাম তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকত মোল্লা দুজনই পরস্পরের উপর হামলা-প্রতি হামলার অভিযোগ আনেন বারবার। জেলার সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড় ও ক্যানিংয়ে আইএসঅফ বনাম তৃণমূল সংঘর্ষ চলছেই। সেই রেশ ধরে মঙ্গলবার বোমাবাজিতে গরম হয়ে যায় ভাঙড়।

ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও কার্যালয়ের সামনেই চলে লাগাতার বোমাবাজি। জখম হয়েছেনকয়েকজন পুলিশকর্মী। বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগেই বোমাবাজি হয় বলে অভিযোগ। পুলিশ হামলা রোখার উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। 

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, আইএসএফের সমর্থকরা অশান্তির পরিবেশ তৈরি করেছে। আরও অভিযোগ, নওশাদ সিদ্দিকির নেতৃত্বে বোমাবাজি ও গুলি চালানো হয়।

পরিস্থিতি এমনই যে বোমা গুলির পাশাপাশি চোরাগোপ্তা ছুরি চাকু হামলার সম্ভাবনা বাড়ছে। তৃণমূল ও আইএসএফ দুপক্ষের উগ্র সমর্থকরা তৈরি হামলার জন্য। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবার আশঙ্কা থাকছে।

বিধায়ক নওশাদ সিদ্দিকি ফুরফুরা শরিফের পীরজাদা। মুসলিমদের অন্যতম এই ধর্মকেন্দ্র ঘিরে রাজনৈতিক ঘূর্ণি ঘুরপাক খাচ্ছে।