মাধ্যমিক শুরুর দিনেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷ ইতিমধ্যে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থ করেছে পূর্ব…

কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷ ইতিমধ্যে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থ করেছে পূর্ব রেল সহ পরিবহন দফতর৷ কিন্তু পরীক্ষা শুরুর দিন অর্থাৎ শুক্রবার বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন৷ যদিও রেলের তরফে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে আগাম দুঃখপ্রকাশ করেছে৷

সপ্তাহ শেষে হাওড়া বা শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল যেন চেনা ছবি হয়ে গিয়েছে এখন৷ কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও ওভারহেডের তারের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল হয় লোকাল ট্রেন৷ এবার শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একই ছবি ফিরছে শিয়ালদহ শাখায়৷

রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে৷ তার জন্যই শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে৷ ২ ফেব্রুয়ারি রাতে বাতিলের খাতায় থাকছে শিয়ালদহ থেকে 31631, 31447, রানাঘাট থেকে 31636, নৈহাটি থেকে 31450৷ ৩ ফেব্রুয়ারি বাতিলের খাতায় থাকছে শিয়ালদহ থেকে 31311, কল্যাণী সীমান্ত থেকে 31314৷

যদিও পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় জালালখালি হল্ট স্টেশন, বারাসত-বনগাঁ শাখায় সনহাটি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে এই সময়ের মধ্যে কয়েকটি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বলে আগেই রেলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে৷