SSKM: পিজি হাসপাতালে ইডি অভিযানে চাঞ্চল্য

সকাল থেকে একাধিক জায়গায় ইডি অভিযান চলছে। এদিন মূলত রেশন দুর্নীতির তদন্তে বিপুল বেআইনি লেনদেনের সূত্র খুঁজতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে তাঁকে জেরা করছে…

ed sskm

সকাল থেকে একাধিক জায়গায় ইডি অভিযান চলছে। এদিন মূলত রেশন দুর্নীতির তদন্তে বিপুল বেআইনি লেনদেনের সূত্র খুঁজতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে তাঁকে জেরা করছে ইডি। এর পাশাপাশি এসএসকেএম তথা পিজি হাসপাতালেও ঢুকল ইডি।

কী কারনে ইডি ঢুকল হাসপাতালে? জানা গেছে চার পাঁচ জন ইডি গোয়েন্দা এদিন হাসপাতালে এসে সটান চলে যান সুপারের ঘরে। জানা যাচ্ছে, তাঁরা কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সাথে কথা বলবেন। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের ঘনিষ্ট সুজয়কৃষ্ণ। তিনি নিয়োগ ও পুর দুর্নীতির তদন্তে ইডি নজরে। এবার তাকে রেশন দুর্নীতির তদন্তেও জেরা করবে ইডি।

   

এদিকে সুজয়কৃষ্ণ হেফাজতে আসার পর তার বাইপাস সার্জারি হয় একটি বেসরকারি হাসপাতালে। এরপর তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। হাসপাতালে এসে ইডি জানতে চায় কী কারণে সুজয়কৃষ্ণকে সেখানে রাখা হচ্ছে। কার্ডিওলজি বিভাগ থেকে ইডির কাছে সুজয়কৃষ্ণ ভদ্রের রিপোর্ট সম্পর্কে বলা হয়।

চিকিৎসকদের সাথে নিয়ে ইডি অফিসাররা চলে যান সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। কতদিন হাসপাতালে থাকতে হবে,চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কী তা জানতে চান ইডি অফিসাররা।

নিয়োগ দুর্নীতির মামলায় বারবার উঠে এসেছে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তবে বাইপাস সার্জারি হওয়ার দু মাস পেরিয়ে গেলেও এখনও এসএসকেএম হাসপাতালে আছে সুজয়কৃষ্ণ ভদ্র। তদন্তে উঠে এসেছে সুজয়কৃষ্ণ ভদ্র তার অডিয়ো মুছে ফেলতে বলেছিলেন তদন্তকারী অফিসারকে। এরপর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে নির্দেশ দেয় আদালত। নির্দেশের পরই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে এসএসকেএম হাসপাতালকে চিঠি দিয়েছে ইডি।

এবার সরাসরি ইডি হাজির কেবিনে! সুজয়কৃষ্ণ ভদ্রর সাথে থাকা চিকিৎসকদের উপস্থিতিতে ইডি কিছু প্রশ্ন করে সুজয়কৃষ্ণকে। তিনি অভিষেক ঘনিষ্ঠ। আর নিয়োগ দুর্নীতির তদন্তে জেরার মুখে পড়েছেন অভিষেক। যদিও সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর দাবি, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না।