Nuclear Briefcase: পুতিন কেন পরমাণু ব্রিফকেস নিয়ে ঘুরছেন? আমেরিকার ঘুম উড়ছে

সত্যিই কি পুতিন পরমাণু বিস্ফোরণের জন্য ব্রিফকেস নিয়ে ঘুরছেন। এ নিয়ে তীব্র বিতর্ক। বলা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট যে ব্রিফকেস সাথে রাখেন সেটির ভিতর থেকে পরমাণু…

সত্যিই কি পুতিন পরমাণু বিস্ফোরণের জন্য ব্রিফকেস নিয়ে ঘুরছেন। এ নিয়ে তীব্র বিতর্ক। বলা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট যে ব্রিফকেস সাথে রাখেন সেটির ভিতর থেকে পরমাণু বিস্ফোরণের নির্দেশ দেওয়ার সংকেত পাঠানো যায়। পুতিনের চিন সফরে ব্যবহার করা ব্রিফকেস (Nuclear Briefcase) ঘিরে রহস্য জমজমাট।

ইফক্রেনে হামলা চালানোর পর থেকে রুশ প্রেসিডেন্ট আন্তর্জাতিক মহলে কোণঠাসা। তবে তিনি হামলা চালিয়েই যাচ্ছেন। এর জন্য আন্তর্জাতিক আদালত থেকে পুতিনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই পরিস্থিতির মধ্যে চিন সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবারের সফরে পুতিনের সাথে পারমাণবিক ব্রিফকেস দেখা গেছে বলে গুঞ্জন।

এই ব্রিফকেস নিয়ে এত আলোচনার কারণ, পুতিনের সাথে থাকা এই ব্রিফকেসটির মাধ্যমে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়া যায়। তাই এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। চিনের প্রেসিডেন্ট জি জিন পিংয়ের সাথে বৈঠক শেষে অপর এক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তখন তাকে ঘিরে ছিলেন নিরাপত্তা দলের সদস্যরা। সে সময় দুজনকে ব্রিফকেস সাথে নিয়ে হাঁটতে দেখা গেছে। লক্ষ্য করে দেখা যায় সেটি রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস। এই ব্রিফকেস বহনের মূল দায়িত্ব দেশটির নৌবাহিনীর। সবসময় রুশ প্রেসিডেন্টের সাথে থাকেন নৌ বাহিনীর কর্মকর্তারা। এই ব্রিফকেস নিরাপত্তায় নিয়োজিত দলকে শেগেট বলা হয় ।

প্রেসিডেন্টের সাথে ব্রিফকেস থাকলেও তা প্রকাশ্যে খুব কম আসে। রাশিয়ার সংবাদ সংস্থা আর আই একটি ভিডিও শেয়ার করে বলেন, পারমাণবিক এরকম বেশ কয়েকটি ব্রিফকেস রয়েছে। যেগুলোর মাধ্যমে কেবল পুতিন-ই নির্দেশ দিতে পারেন। আরেকটি ভিডিওতে দেখা যায় বেজিংয়ে একটি মিটিং শেষ করে সিঁড়ি দিয়ে হাঁটছেন পুতিন। তখন তার সঙ্গে আছে নৌবাহিনীর কর্মকর্তারা। তারা পুতিনের থেকে কয়েক পা দূরে ছিলেন। রুশ প্রেসিডেন্টের ওই ব্রিফকেস হল শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগের একটি মাধ্যম। এটি উচ্চ পর্যায়ের গোপনীয় ক্লাস ব্রেক ইলেকট্রনিক কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে রকেট ফোর্সের সঙ্গেও যোগাযোগ করা যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর একটি পারমাণবিক ব্রিফকেস ব্যবহার করেন। রাশিয়ার টেলিভিশনে ২০১৯ সালের একটি ভিডিওতে পারমাণবিক ব্রিফকেস নিয়ে বিস্তারিত দেখানো হয়। সেই ব্রিফকেসটিতে দেখা যায় ব্রিফকেসের কম্যান্ড ফোর্সে বোতাম রয়েছে। এটি সরাসরি পারমাণবিক হামলার নির্দেশ দিতে ব্যবহার করা যায়। ব্রিফকেসের লাল বোতামের মাধ্যমে সেই নির্দেশ বাতিল ও করা যাবে।

এরম ব্রিফকেসের দেখা মেলে মার্কিন যুক্তরাষ্ট্রেও। আমেরিকার প্রেসিডেন্টরা হোয়াইট হাউসের বাইরে এলেই দেখা যায় তাদের পিছনে সামরিক কর্মকর্তাকে‌। তিনি একটি ব্রিফকেস নিয়ে হাঁটেন। যেটি সাধারণত কালো রঙের। এই ব্রিফকেসকে মার্কিন মুলুকে বলে হয় নিউক্লিয়ার ফুটবল। রুশ প্রেসিডেন্টের মতোই আমেরিকার প্রেসিডেন্ট পারমাণবিক হামলার প্রয়োজন মনে করলেই কেবল ব্যাগটা খুলতে পারেন। শুনে মনে হতে পারে প্রেসিডেন্টরা হয়তো পারমাণবিক বোমা হাতে নিয়ে ঘোরেন। কিন্তু বাস্তবে তারা কোনো পারমাণবিক বোমা নিয়ে ঘোরেন না। প্রয়োজন হলে যাতে জটিলতা এড়িয়ে পারমাণবিক বোমা হামলার নির্দেশ দেওয়া যায় তাই প্রেসিডেন্টদের সাথে থাকে এই ধরনের ব্রিফকেস।