Sultan Ibrahim Iskandar: তিনশো গাড়ির মালিক, মালয়েশিয়ার সুলতানের সম্পদে বিশ্বে চমক

মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে শপথ নিয়েছেন ধনকুবের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বুধবার শপথ গ্রহণের পরপরই আলোচনায় এসেছে এই রাজার বিপুল সম্পদের বিষয়টি। আনুমানিক ৫৭০ কোটি…

মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে শপথ নিয়েছেন ধনকুবের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বুধবার শপথ গ্রহণের পরপরই আলোচনায় এসেছে এই রাজার বিপুল সম্পদের বিষয়টি। আনুমানিক ৫৭০ কোটি ডলার সমমূল্যে সম্পদের মালিক রাজা ইব্রাহিম।

এনডিটিভি-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে আবাসন ও খনি থেকে শুরু করে টেলি যোগাযোগ ও পাম তেল পর্যন্ত বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তার। এছাড়াও সুলতানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ৩০০ র বেশি বিলাসবহুল গাড়ি। এগুলোর মধ্যে একটি অ্যাডলফ হিটলারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া। বোয়িং ৭৩৭ সহ ব্যক্তিগত উড়ো জাহাজের একটি বহরও রয়েছে তার।

   

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্টের তথ্য মতে সুলতানের সম্পদের প্রকৃত পরিমাণ যা দেখানো হয় তার চেয়ে অনেক বেশি বলে মনে করে হয়। মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইল ফোন অপারেটর ইউ-মোবাইলের ২৪ শতাংশ শেয়ার রয়েছে সুলতানের। এর বাইরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তার প্রায় ৫৮ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ রয়েছে। শুধু তাই নয়, সিঙ্গাপুরে ৪ বিলিয়ন ডলার মূল্যের জমিও রয়েছে তার।