রবিবার হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন, দেখুন তালিকা

ওভারহেড ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া শাখায় বাতিল প্রচুর ট্রেন (Local Train Cancelled)। রেল সূত্রে খবর, রবিবার মোট ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেন চলাচলে…

ওভারহেড ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া শাখায় বাতিল প্রচুর ট্রেন (Local Train Cancelled)। রেল সূত্রে খবর, রবিবার মোট ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার জন্য রেলের তরফে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান-হাওড়া মেন সেকশন, বর্ধমান-আজিমগঞ্জ-কাটোয়া লুপ এবং হাওড়া ডিভিশনের উপর খানা-গুমানি সেকশনে ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

   

রেলের আধিকারিকদের মতে, রবিবার যাত্রীদের চাপ কিছুটা কম থাকে। সেই কারণেই ওভারহেড ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণের কাজ রবিবার করা হচ্ছে। এর ফলে যাত্রী পরিষেবা কিছুটা ব্যাহত হলেও রেলের আধুনিকীকরণের জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই এই ৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

মমতার মুখে ‘ফাঁসি’, অভিষেকের দাবি ‘ডাইরেক্ট এনকাউন্টার’! বঙ্গ প্রশাসনে বাংলাদেশ এফেক্ট?

কোন কোন ট্রেন বাতিল থাকবে

০৩০৯৬ আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার স্পেশাল, যেটি আজিমগঞ্জ থেকে বেলা ১১.৩০-এ ছাড়ে

০৩০৬১ কাটোয়া-আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল, যেটি কাটোয়া থেকে দুপুর ২টোয় ছাড়ে

৩৭৮৩১ হাওড়া-বর্ধমান গ্যালোপিং লোকাল, যেটি হাওড়া থেকে দুপুর ২টো ২০-তে ছাড়ে

৩৭৬১১ হাওড়া-পান্ডুয়া লোকাল, যেটি হাওড়া থেকে বেলা ১১টা ৪২-এ ছাড়ে

৩৭৮৩৬ বর্ধমান-হাওড়া লোকাল, যেটি বর্ধমান থেকে দুপুর ১২টা ২৫-এ ছাড়ে

৩৭৬১৪ পান্ডুয়া – হাওড়া লোকাল, যেটি দুপুর ১টা ৩০-এ পান্ডুয়া থেকে ছাড়ে

অলিম্পিক পদকে ‘ভেজাল’ ব্রোঞ্জ? টুর্নামেন্ট শেষের আগেই ফিকে তামাটে রং

বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ৩৫০১৭ বর্ধমান-কাটোয়া লোকাল দুপুর ২টোর পরিবর্তে বিকেল ৩টেয় বর্ধমান থেকে ছেড়ে যাবে। ৩৫০১৮ কাটোয়া-বর্ধমান লোকাল কাটোয়া থেকে বিকেল ৪টে ১০-এর পরিবর্তে বিকেল ৪টে ৩০-এ ছাড়বে। এছাড়া ০৩০৯৫ কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশাল ১১.০৮.২০২৪ তারিখে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।