Hindu Worship: কোন বারে কোন দেব-দেবী পুজো পেলে বেজায় তুষ্ট, নাগালে আশীর্বাদ?

সপ্তাহে সাতটি বার রয়েছে। আপাত দৃষ্টিতে এক মনে হলেও এই সাতটি বারই পৃথক। আমাদের জীবনে এই সাতটি বারের বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। অর্থাৎ, সপ্তাহের প্রতিটি…

Which day of the week will be worshiped by which gods and goddesses, কোন কোন বারে কোন কোন দেব-দেবীর আরাধনা করা উচিত

সপ্তাহে সাতটি বার রয়েছে। আপাত দৃষ্টিতে এক মনে হলেও এই সাতটি বারই পৃথক। আমাদের জীবনে এই সাতটি বারের বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। অর্থাৎ, সপ্তাহের প্রতিটি দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সাতটি বারের প্রতিদিনই বিশেষ কিছু দেব-দেবীর আরাধনা করা হয়। তাহলেই শুভ ফল মেলে বলে মনে করা হয়।

এখন দেখে নেওয়া যাক বার অনুসারে কোন দেব-দেবী কোন দিনে তুষ্ট?

   

সোমবার
সোমবার শিবের বার। পাশাপাশি সূর্যদেব এবং মাতঙ্গীদেবীর আরাধনাও হয়। এছাড়া এই দিনে চন্দ্রের পুজোও করা হয়। চন্দ্র মনের কারক গ্রহ। কোষ্ঠীতে উপস্থিত চাঁদের পরিস্থিতি মজবুত করতে ও দাম্পত্য জীবনে সুখ-সৌভাগ্যের জন্য সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করলে ভাল। এর ফলে শিবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হবে ও মানসিক অবসাদ দূর করা যাবে, বাড়বে আত্মবিশ্বাস।

মঙ্গলবার
এই দিনে মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী, বগলামুখীর পুজো হয়। এছাড়া বজরংবলীর পুজোর বিধানও রয়েছে। এই দিনের অধিপতি গ্রহ মঙ্গল। কথিত আছে কলিযুগে বজরংবলী শীঘ্র প্রসন্ন হন। মঙ্গলবার বজরংবলীকে ছোলা নিবেদন করলে সমস্ত কাজে সাফল্য লাভ করা যায়। শত্রু, বাধা থেকে মুক্তিও মেলে। মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী, বগলামুখীর পুজোর ফলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে ও সাহস বাড়বে। মামলা, মোকদ্দমায় জয় লাভ হতে পারে।

বুধবার
এই দিনটি গণেশকে সমর্পিত। এই তিথিতে বুধ গ্রহকে ভাল করতে ও গণেশের আশীর্বাদ লাভের জন্য সবুজ মুগ ডাল, লাড্ডু দান করুন। এর পাশাপাশি গণেশকে দূর্বা নিবেদন করুন। এর ফলে বিদ্যা ও বুদ্ধি বৃদ্ধি পাবে। কাজ হবে বাধাহীন। পাশাপাশি স্বাস্থ্য লাভও সম্ভব। এছাড়া, বুধবারে মা ত্রিপুরাসুন্দরীর পুজো এবং শিশুদের কিছু উপহার দিলে জীবনে ভাল যোগাযোগ আসে।

ধুতরা, আকন্দ নয়, জানেন কোন ফুল ভগবান শিবের সবচেয়ে প্রিয়?

বৃহস্পতিবার
বৃহস্পতিবার বিষ্ণু পুজোর নিয়ম। পাশাপাশি বৃহস্পতিবার হলুদ জিনিস যেমন, ছোলার ডাল, কলা, জাফরান ইত্যাদি দান করলে দাম্পত্য জীবনে আনন্দের আগমন ঘটে বলে বিশ্বাস। এর পাশাপাশি যে জাতকদের চাকরি-ব্যবসায়ে বাধা আসছে তাঁরাও বৃহস্পতিবার পুজো করুন। এছাড়া বৃহস্পতিবারকে লক্ষ্ণীবারও বলা হয়। তাই লক্ষ্মী, গণেশ ও লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়ে থাকে। এর ফলে জীবনে আর্থিক সঙ্কট কেটে যেতে পারে ও অনেক আপদ বিপদ থেকে রক্ষা মেলে। কথিত রয়েছে, এ দিন মা তারার ছবিতে জবাফুলের মালা দিয়ে আরাধনা করলে ভাল হয়।

শনিদেবের অত্যন্ত পছন্দের রং কালো, কেন?

শুক্রবার
এ দিনও লক্ষ্মী ও শুক্র গ্রহের দিন। শুক্রবার লক্ষ্মী পুজো করলে সব সুখ-সুবিধা লাভ করা যায় বলে বিশ্বাস। পাশাপাশি শুক্র গ্রহের শুভ পরিস্থিতির কারণে সৌন্দর্য বৃদ্ধি পায়। ব্যক্তির ঐশ্বর্য বাড়ে। ধন-সম্পদ লাভ হয়। পাশাপাশি শুক্রবার মা ভুবনেশ্বরী, সতী মা এবং সন্তোষীর মায়ের পুজো করা হয়ে তাকে। এই পুজোর ফলে জীবনে সুখ বিরাজমান হয়।

বুধবারই কেন হয় সর্বশোকহন্তা গণেশের পুজো? কীভাবে করবেন গণপতিকে তুষ্ট?

শনিবার
শনিদেবকে সমর্পিত এই দিন। শনি এই দিনের অধিপতি গ্রহ ও দেবতা। এর পাশাপাশি শনিবার বজরংবলীর পুজো করাও শুভ। শনি কর্মফলদাতা। ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করে থাকে। শনিবার শনিকে তেল ও কালো তিল নিবেদন করলে সাড়েসাতি এবং ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস। শনিবার দক্ষিণাকালী, অশ্বত্থ গাছকেও পুজো করা হয়। এর ফলে আপনি জীবনে বিপদমুক্ত হতে পারেন।

দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বোনেদের বাড়ি কোথায় জানেন কী?

রবিবার
এই দিনে সূর্যের আরাধনা করা হয়। প্রতিদিন বিশেষত রবিবার সকালে সূর্যকে জল নিবেদন করলে সুফল পাওয়া যায়। এর ফলে ব্যক্তির মান-সম্মান, সাহস ও শক্তি বৃদ্ধি পায়। তামার পাত্রে জল, ফুল, অক্ষত মিশিয়ে সূর্যকে নিবেদন করতে হয়। এছাড়া, মাতঙ্গীদেবীর আরাধনা করলেও ভাল ফল পাবেন। জীবনে চলার পথে অত্যন্ত আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে সন্মান লাভ করবেন।