গত ১লা আগস্ট যথেষ্ট জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রতিষ্ঠা দিবস। যেখানে বিবিধ অনুষ্ঠানের পাশাপাশি সম্মানিত করা হয়েছে ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিবর্গকে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে মহম্মদ সামি সহ ক্লাবের সমস্ত ফুটবলাররা উপস্থিত ছিলেন সেইদিন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মানিত করা হয় তাঁদের সকলকে। যা নজর কেড়েছিল সমর্থকদের।
কিন্তু সেখানেই শেষ নয়। আগামী ১৩ই আগস্ট ক্লাবের প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হতে চলেছে ‘স্পোর্টস ডে।’ সেইদিন দলের প্রাক্তন ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। যেখানে অংশ ইস্টবেঙ্গল দলের একাধিক জনপ্রিয় মুখ। যতদূর জানা গিয়েছে, ‘পল্টু দাস একাদশ’ এবং ‘জীবন চক্রবর্তী একাদশ’ নামক দুইটি দলে ভাগ হয়ে ম্যাচে অংশ নেবেন ফুটবলাররা।
যেখানে ‘পল্টু দাস একাদশের” ম্যানেজার হিসেবে থাকবেন মুরারী লাল লোহিয়া। অন্যদিকে ‘জীবন চক্রবর্তী একাদশের’ ম্যানেজার হিসেবে থাকবেন রূপক সাহা। লাল জার্সিতে ‘পল্টু দাস একাদশে’র হয়ে মাঠে দেখা যাবে নাসিম আখতার, সূর্য বিকাশ চক্রবর্তী, সৌমিক দে, অর্নব মন্ডল, মাধব দাস, মেহতাব হুসেন, অমিত দাস, সৈয়দ রহিম নবি, স্নেহাশীষ চক্রবর্তী,আলভিটো ডি কুনহা,সাদিক,অনিত ঘোষ, জয়ন্ত সেন, আবিদ হোসেন, শুভাশীষ রায়চৌধুরী, বিশ্বনাথ মন্ডল, হাবিবুর রহমান, সন্দীপ দাস এবং দেবাশীষ রায় চৌধুরীদের।
এখনও অধরা শীর্ষ তিন, জর্জকে ওড়াতে মরিয়া বাগান ব্রিগেড
অপরদিকে হলুদ জার্সিতে ‘জীবন চক্রবর্তী’ একাদশের হয়ে মাঠে থাকবেন সংগ্ৰাম মুখার্জী, দেবব্রত রায়, সুভাষ চক্রবর্তী, সফর সর্দার, দীপক মন্ডল, ডগলাস, ভোলা প্রসাদ, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, অর্পন দে, দেবজিত ঘোষ, চন্দন দাস, তুষার রক্ষিত, সঞ্জয় মাঝি, কবীর বোস, অমিতাভ চন্দ্র এবং দুলাল বিশ্বাস।