Wednesday, November 29, 2023
HomeSports NewsEast Bengal: কলকাতা ডার্বিতে মহামেডানের কাছে হারল মশালবাহিনী

East Bengal: কলকাতা ডার্বিতে মহামেডানের কাছে হারল মশালবাহিনী

এবার অপ্রতিরোধ্য মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত ১৭ তারিখ কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে খিদিরপুর ক্লাবকে পরাজিত করেছিল ময়দানের এই তৃতীয় প্রধান। সেই ধারা বজায় থাকল আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিশোরভারতী স্টেডিয়ামে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের মুখোমুখি হয়েছিল চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব।

   

নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সাদা-কালো ব্রিগেড। মহামেডান দলের হয়ে দুইটি গোল একাই করেন ডেভিড। অন্যদিকে লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দকুমার শেখর। আজকের এই জয়ের ফলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল ব্ল্যাক প্যান্থার্সের।

উল্লেখ্য, গত ম্যাচে জয়ের পর আজও যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মাঠে নেমেছিল মহামেডান দল। বলা যায় ম্যাচের প্রথম থেকেই গতি ও আক্রমণে তারা পরাস্ত করতে থাকে লাল-হলুদ দলের ফুটবলারদের। প্রতিপক্ষের একাদশে নন্দকুমার শেখর থেকে শুরু করে এডুইন সিডনি ভান্সপলের মতো দুই সিনিয়র ফুটবলার দলে থাকলেও আদতে লাভের লাভ কিছুই হয়নি লাল-হলুদের।

ম্যাচের ঠিক ৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরিয়ে গোল করে যান মহামেডানের ডেভিড। যারফলে, ১-০ গোলে এগিয়ে যায় দল। তারপর সুযোগ বুঝে লাল-হলুদের তরফ থেকে প্রতি আক্রমন শুরু করা হলেও তা সহজে আটকে দেয় মহামেডান। বরং সেই সুযোগকে কাজে লাগিয়ে ৩৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সেই ডেভিড।

প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং। তবে দ্বিতীয়ার্ধ থেকে তুল্যমূল্য লড়াই শুরু করে লাল-হলুদ ব্রিগেড। মাঝে নন্দকুমার শেখরের নেওয়া পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে ১-২ করা গেলেও আর গোল করা সম্ভব হয়নি লাল-হলুদ ফুটবলারদের পক্ষে। যারফলে, নির্ধারিত সময়ের শেষে ১ গোলে ম্যাচ জিতে নেয় সাদা-কালো শিবির।

Latest News