নয়াদিল্লি: মোমো খেতে গিয়ে ছুরিঘাত যুবক৷ স্বয়ং দোকানি কাস্টমারের মুখে ছুরির কোপ বসিয়ে দেয়৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির বিশ্বাসনগরে৷ অভিযুক্তের নাম বিকাশ৷ বয়স ২৩ বছর৷ আহতের নাম সন্দীপ (৩৪)৷ ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ফর্শবাজার থানায়৷
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিশ্বাসনগর এলাকায় বিকাশের দোকানে মোমো খেতে যান সন্দীপ৷ অভিযোগ, দোকানির কাছে অতিরিক্ত সস চেয়েছিলেন সন্দীপ৷ এরপরই তাঁর মুখে ছুরির কোপ বসান দোকানি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফর্শবাজার থানার পুলিশ৷
আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করে পুলিশ৷ ফর্শবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, সন্দীপকে মোমোর সঙ্গে সস দিয়েছিলেন বিকাশ৷ এরপর সন্দীপ আরও কিছুটা সস চান৷ তবে বিকাশ তা আর দিতে রাজি হননি৷ কারণ তাঁর কাছে স্টক ফুরিয়ে আসছিল৷
এই নিয়েই বিকাশ ও সন্দীপের মধ্যে ঝামেলা বাধে৷ পুলিশের অনুমান, রাগের মাথায় হঠাৎই সামনে রাখা ছুরি হাতে তুলে নেন বিকাশ৷ মুখে পর পর দু’বার তা চালান বলেও অভিযোগ৷ এরপরই বিকাশ মোমোর ঠেলাগাড়িটি ফেলে পালিয়ে যান৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷