হানিট্র্যাপে জড়িত মহিলা পুলিশ কর্মী গ্রেফতার

উত্তরপ্রদেশের কানপুরে পুলিশ কমিশনারের বিশেষ দল এক মহিলা পুলিশ কর্মী ও এক হোমগার্ডকে গ্রেফতার করেছে। অভিযোগ, পুলিশ কর্মী মধু চক্রের সঙ্গে জড়িত গ্যাংয়ের সঙ্গে যোগসাজশ…

উত্তরপ্রদেশের কানপুরে পুলিশ কমিশনারের বিশেষ দল এক মহিলা পুলিশ কর্মী ও এক হোমগার্ডকে গ্রেফতার করেছে। অভিযোগ, পুলিশ কর্মী মধু চক্রের সঙ্গে জড়িত গ্যাংয়ের সঙ্গে যোগসাজশ করে দুই যুবকের কাছে ২০ লক্ষ টাকা দাবি করছিল। এ ব্যাপারে যুগ্ম কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন জালাউনের দুই যুবক উপেন্দ্র সিং ও অমিত। প্রসঙ্গত, অভিযুক্ত মহিলা পুলিশ কর্মী ভুবনেশ্বরী সেনকে যোগী সরকারের পূর্ববর্তী মেয়াদে তার ভাল কাজের জন্য ডেপুটি সিএম কেশব মৌর্য দ্বারা সম্মানিত করা হয়েছিল।

যুবকদের অভিযোগের ভিত্তিতে যুগ্ম কমিশনার একটি দল গঠন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ যখন ওই দুই যুবককে নিয়ে অভিযান চালায়, তখন দলটি দেখে অবাক হয়ে যায় যে, যে ব্যক্তি উদ্ধারের হুমকি দিয়েছিল, সে তাদেরই পুলিশ কর্মী ভুবনেশ্বরী সিং এবং হোমগার্ড সঞ্জীব বিশ্বকর্মা। ইতিমধ্যেই ওই মহিলা পুলিশ কর্মীর কাছ থেকে ওই দুই যুবকের গয়না ও জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালির এসিপি অশোক কুমার সিং জানিয়েছেন, জালাউনের উপেন্দ্র সিং এবং অমিত সিং একটি ফ্ল্যাটে মেয়েদের সঙ্গে সারারাত ছিল। এরপর সকালে ওই ফ্ল্যাটে হানা দেয় ভুবনেশ্বরী সিং ও তাঁর সঙ্গী হোমগার্ড সঞ্জীব বিশ্বকর্মা ৷ সঙ্গে ছিলেন দালাল রাহুল শুক্লা ৷ মহিলা দারোগা মেয়েদের ছেড়ে দেন ৷ কিন্তু ওই যুবকদের জেলে পাঠানোর হুমকি দেয় ওই পুলিশ কর্মী ৷ ২০ লক্ষ টাকা দাবি করে ওই যুবকের কাছে ৷ এত টাকা দিতে অস্বীকার করলে তারা জিনিসপত্র ও আংটি রেখে অন্তত ৫ লক্ষ টাকা নিয়ে আসতে বলে ৷ এরপর কানপুরে বন্ধুর মাধ্যমে যুগ্ম কমিশনারের কাছে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ জানান ওই দুই যুবক ৷

সিভিল লাইনের ফ্ল্যাট থেকে মহিলা দারোগা ও হোমগার্ডকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷ তার কাছ থেকে উপেন্দ্র ও অমিতের গহনা উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার বিজয় সিং মীনা জানিয়েছেন, দারোগা ও হোমগার্ডকে পাঙ্কি থানায় রাখা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।