Teesta Setalvad: হাতে আঘাত দেখিয়ে তিস্তার দাবি ‘দেখুন গুজরাট এ টি এস কেমন কাজ করছে’

গুজরাট সন্ত্রাস দমন বিভাগের কর্মীদের হাতে আক্রান্ত তিস্তা শেতলবাদ? বিশিষ্ট সমাজকর্মীর একটি দাবি ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করল। কারণ, তিস্তা (Teesta Setalvad) তাঁর হাতে…

গুজরাট সন্ত্রাস দমন বিভাগের কর্মীদের হাতে আক্রান্ত তিস্তা শেতলবাদ? বিশিষ্ট সমাজকর্মীর একটি দাবি ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করল। কারণ, তিস্তা (Teesta Setalvad) তাঁর হাতে কালসিটে দেখিয়ে দাবি করেছেন, দেখুন সন্ত্রাস দমন শাখা কীরকম ব্যবহার করেছে।

গুজরাট গোষ্ঠি সংঘর্ষের পর দীর্ঘ সময় ধরে মোদী ও অমিত শাহর বিরুদ্ধে সেই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ করে আসছেন তিস্তা শেতলবাদ। ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ এনে তিস্তাকে গুজরাট এ টি এস গ্রেফতার করেছে। তিস্তার দাবি হেফাজতে তাঁকে মারধর করা হচ্ছে।

মুম্বই থেকে তিস্তা শেতলবাদকে গুজরাট এনেছে এ রাজ্যের এটিএস। করোনাবিধি মেনে তিস্তা শেতলবাদের কোভিড পরীক্ষা ও আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষা করানো হয়। এর পর থেকে বিতর্ক তুঙ্গে। অভিযোগ জেরার নামে তিস্তা শেতলবাদের উপর শারীরিক নিগ্রহ ও মানসিক চাপ দেওয়া হচ্ছে।

২০০২ সালে ‘গুজরাট দাঙ্গা’য় আহমেদাবাদের  গুলবার্গ সোসাইটিতে নিহত হন কংগ্রেস সাংসদ এহসান জাফরি সহ ৬৯ জন সংখ্যালঘু। এই গণহত্যার পর নিহত সাংসদের স্ত্রী জাকিয়া জাফরি যে মামলা করেছিলেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্ট ক্লিনচিট দিয়েছে।

জাকিয়া জাফরির সঙ্গে মামলাকারী ছিলেন তিস্তা শেতলবাদ। সুপ্রিম কোর্টে মোদী ক্লিনচিট পেতেই  একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,  তিস্তার একটি এনজিও আছে৷ সেই এনজিও পুলিশের কাছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল৷ এরপরই গুজরাট জঙ্গি দমন শাখার হাতে গ্রেফতার হন তিস্তা৷ এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকারে তিস্তার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন৷

গুজরাট গোষ্ঠি সংঘর্ষের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী ও সে রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ভূমিকা বিতর্কিত বলে সমাজকর্মীরা মনে করেন।