Vrindavan: বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারি মন্দিরের দেয়াল ধসে ভক্তদের মৃত্যু

বৃন্দাবনে (Vrindavan) মর্মান্তিক দুর্ঘটনা। বিখ্যাত বাঁকে বিহারি মন্দিরের কাছে দেয়াল ধসে একাধিক নিহত। ধসের তলায় চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে,…

Bihari Temple in Vrindavan Vrindavan: বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারি মন্দিরের দেয়াল ধসে ভক্তদের মৃত্যু

বৃন্দাবনে (Vrindavan) মর্মান্তিক দুর্ঘটনা। বিখ্যাত বাঁকে বিহারি মন্দিরের কাছে দেয়াল ধসে একাধিক নিহত। ধসের তলায় চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দেয়াল ধসে ঘটনাস্থলেই কমপক্ষে পাঁঁচ জন নিহত। ধসের তলায় আরো কয়েকজন চাপা পড়েছেন।বানরের দৌরাত্ম্যে শ্রীকৃষ্ণের ভূমিতে এমন দূর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের কাছে মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, একদল বানর দেওয়ালের উপরে লড়াই করছিল। যার কারণে দেওয়াল ভেঙে পড়ে। যা উত্তর প্রদেশে শ্রীকৃষ্ণের ভূমিতে একটি বড় দুর্ঘটনা ঘটায়। ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   

গোটা এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। বাড়ির জরাজীর্ণ দেয়ালের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এটি শহরের বাঁকে বিহারী এবং স্নেহ বিহারী মন্দিরের কাছেই ঘটেছে। ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে হৈচৈ পড়ে যায় এবং আতঙ্কে লোকজন ছুটাছুটি শুরু করে।

অনেক চেষ্টার পর স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে বের করে আহতদের হাসপাতালে ভর্তি করে। সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজন ভক্তও রয়েছেন। এদিকে ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন রয়েছে এবং চলছে উদ্ধার অভিযান।

এ ঘটনায় মথুরার ম্যাজিস্ট্রেট পুলকিত খারে বলেছেন যে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং চারজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন, “পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যারা মারা গিয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে তাদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখা হবে। টিম ঘটনা তদন্তে কাজ করছে”।