J&K: কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, উদ্ধার হওয়া মোবাইলে চাঞ্চল্যকর ভিডিও

নিউজ ডেস্ক: তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর জম্মু কাশ্মীরের জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে। চলতি মাসে প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে জঙ্গিদের। এই সংঘর্ষে যেমন বেশকিছু…

Pakistan militants in Kashmir

নিউজ ডেস্ক: তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর জম্মু কাশ্মীরের জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে। চলতি মাসে প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে জঙ্গিদের। এই সংঘর্ষে যেমন বেশকিছু জঙ্গি মারা পড়েছে, তেমনই শহিদ হয়েছেন সেনা জওয়ানরাও। এই অবস্থায় গোটা ভূস্বর্গ জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। শুক্রবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরে জেলায় জেলায় তদন্তকারী সংস্থার একাধিক টিম অভিযান শুরু করে।

এই তল্লাশি অভিযানে পাওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে পাক মদতপুষ্ট এক জঙ্গি কাশ্মীরি জঙ্গিদের রীতিমত অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। কাশ্মীরে নাশকতার পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে তা স্পষ্ট প্রমাণ হল এই ভিডিয়োয়।

এই মুহূর্তে মূলত অকাশ্মীরিদের নিশানা করেছে জঙ্গিরা। ১৫ দিনের মধ্যে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে প্রায় ১১ জন ভিন রাজ্যের শ্রমিকের। এরপরই প্রবল আতঙ্কের কারণে ভিন রাজ্যের শ্রমিকরা কাশ্মীর ছাড়তে শুরু করেছেন। এরই মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এনআইএ। উদ্ধার হয়েছে প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি, জেহাদি প্রচারপত্র, পোস্টার, বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। ধৃতরা মূলত অস্ত্র, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জঙ্গিদের কাছে পৌঁছে দিত। ভারতীয় সেনা বারবার অভিযোগ করেছে, পাক মদতপুষ্ট জঙ্গিরাই কাশ্মীরে সন্ত্রাস চালাচ্ছে। ভূস্বর্গে সাম্প্রতিক নাশকতামূলক ঘটনার পিছনে রয়েছে পাক মদত। পাক জঙ্গিরাই যে ভারতীয় জঙ্গিদের উস্কানি দিচ্ছে, তার প্রমাণ মিলল এই ভিডিয়োতে।

সম্প্রতি ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক পাক জঙ্গি কাশ্মীরি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রতি এনআইএর তল্লাশি অভিযানে ধৃত এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলেই ওই ভিডিয়োটি ছিল।

যে ব্যক্তির কাছ থেকে এই মোবাইলটি পাওয়া গিয়েছে তার নাম আরিফ। আরিফের মোবাইলে থাকা ভিডিয়োতে যে ব্যক্তিকে জঙ্গি প্রশিক্ষণ দিতে দেখা গিয়েছে সে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। এনআইএ তল্লাশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে শনিবার ৩ দিনের সফরে জম্মু-কাশ্মীর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের চোখে গোটা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন। বৈঠক করবেন সেনাকর্তা থেকে শুরু করে রাজ্য প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্তাদের সঙ্গে। কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন।

গত সোমবার কাশ্মীর নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ও বিস্তারিত জানিয়েছেন। কাশ্মীরে পরিস্থিতির অবনতি হওয়ায় সম্প্রতি এই রাজ্যে সেনা সংখ্যাও প্রচুর বাড়ানো হয়েছে। গোটা উপত্যকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবত করা হয়েছে। শীতের আগেই ভূস্বর্গে আরি ২৫ কোম্পানি সেনা পাঠানো হবে বলে জানা গিয়েছে।