রেলের খাবার (Vande Bharat Express) নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। মাঝে মধ্যেই খাবারের মান, পরিচ্ছন্নতা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হন যাত্রীরা। এবার বন্দে ভারতের মতো প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেনের খাবার নিয়ে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। আরশোলা মিলল বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে। এক্স হ্যান্ডেলে এই দাবি করেছেন এক ব্যক্তি।
এক্স হ্যান্ডেলে জনৈক ওই ব্যক্তি লিখেছেন, ১৮ জুন ২০২৪ তারিখে আমার কাকু-কাকিমা বন্দে ভারত এক্সপ্রেসে ভোপাল থেকে আগ্রা যাচ্ছিলেন। তাঁদের খাবারে আরশোলা পাওয়া গিয়েছে। অবিলম্বে ভেন্ডরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করুন।
এক্স হ্যান্ডেলে করা এই পোস্টটি ওই ব্যক্তি @IRCTCofficial, @RailMinIndia, @AshwiniVaishnaw, @RailwaySe-কে ট্যাগ করেছেন। এই পোস্টের রিপ্লাইও দিয়েছে আইআরসিটিসি।
‘সমস্ত মামলার…’, নিট দুর্নীতি নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
তারা লিখেছে, আপনার ভ্রমণের অভিজ্ঞতার জন্য আমরা দুঃখিত। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিষেবা সরবরাহকারীর উপর উপযুক্ত জরিমানা আরোপ করা হয়েছে। আমরা উৎপাদন ও লজিস্টিক মনিটরিংও জোরদার করেছি।
Today on 18-06-24 my Uncle and Aunt were travelling from Bhopal to Agra in Vande Bharat.
They got “COCKROACH” in their food from @IRCTCofficial. Please take strict action against the vendor and make sure this would not happen again @RailMinIndia @ AshwiniVaishnaw @RailwaySe pic.twitter.com/Gicaw99I17— Vidit Varshney (@ViditVarshney1) June 18, 2024
চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই একই ধরনের ঘটনা ঘটে। গত ১ ফেব্রুয়ারি বন্দে ভারতে চেপে রানি কমলাপতি থেকে জবলপুর যাচ্ছিলেন পেশায় চিকিৎসক শুভেন্দু কেশরী। ট্রেনে আমিষ খাবার নিয়েছিলে তিনি। সেই খাবার দেখে আঁতকে ওঠে তিনি। দেখতে পান, খাবারের মধ্যে রয়েছে একটি মরা আরশোলা।
কৃষকদের দেড়গুণ বেশি আয়ের সুযোগ, ১৪ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের
তার আগে গত বছরের মধ্যপ্রদেশের বন্দে ভারত এক্সপ্রেসে রুটিতে আরশোলা দেখা যায়। এক যাত্রী সেই ছবি তুলে টুইটারে শেয়ার করে অভিযোগ জানান। সেবার খাবার সরবরাহকারী সংস্থাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।